AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp Web Lock: ল্যাপটপেও লক করে রাখা যায় হোয়াটসঅ্যাপ ওয়েব! কী করে জানেন?

WhatsApp Web Lock: বার বার তো আর হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট লগ ইন করা সম্ভব নয়। তবে গোপনীয়তা কিন্তু বজায় রাখতে পারবেন তার পরেও। রইল ট্রিক্সের হদিস।

WhatsApp Web Lock: ল্যাপটপেও লক করে রাখা যায় হোয়াটসঅ্যাপ ওয়েব! কী করে জানেন?
| Updated on: Aug 20, 2024 | 2:14 PM
Share

একটা সময় ছিল যখন হোয়াটসঅ্যাপ বা সমাজমাধ্যম কেবল বিনোদোনের কাজে বা মানুষের সঙ্গে যোগাযোগের কারণে ব্যবহার করা হত। তবে আজ আর তা কেবল বিনোদন নয়, বরং কর্মক্ষেত্রের বড় মাধ্যম হয়ে উঠেছে। আর সেখানে বড় ভূমিকা পালন করে হোয়াটসঅ্যাপ।

গুরুত্বপূর্ণ ফাইল আদানপ্রদান করা থেকে, ছবি বা ভিডিয়ো দেওয়া নেওয়া বা অফিশিয়াল তথ্য আদানপ্রদান সবেতেই মাধ্যম হোয়াটসঅ্যাপ। তাই অফিসে ঢুকেই অফিসের ল্যাপটপে খুলে রাখতে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তবে অফিস ল্যাপটপে কাজ করার সময় আশেপাশে থাকে অনেক লোকজন। এদিকে ল্যাপটপের স্ক্রিনে খুলে রাখা আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট। ব্যাক্তিগত চ্যাট রয়েছে সেখানে। মানে হঠাৎ কেউ এসে পড়লে সেও দেখতে পাবেন সেই চ্যাট। বা ধরুন আপনি আপনার বসের সঙ্গে বসে কাজ করছেন এমন সময় এমন কোনও একটি ম্যাসেজ আপনার অফিস বাড়ির কেউ আপনাকে করল, যা বস দেখলে সর্বনাশ! তাহলে কী করবেন?

বার বার তো আর হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট লগ ইন করা সম্ভব নয়। তবে গোপনীয়তা কিন্তু বজায় রাখতে পারবেন তার পরেও। রইল ট্রিক্সের হদিস।

প্রথমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে হোয়াট‌সঅ্যাপ ওয়েব খুলুন। এ বার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে আসা কিউআর কোড স্ক্যান করে প্রথমে হোয়াটসঅ্যাপ ল্যাপটপে লগ ইন করতে হবে।

ল্যাপটপে খোলা হোয়াটসঅ্যাপ পেজের ডান দিকে একেবারে কোণে তিনটি ডট থাকে। সেখানে ক্লিক করুন। এবার ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনটি বেছে নিন। এরপর ‘স্ক্রিন লক’ অপশনে ক্লিক করুন।

দেখবেন এ বার স্ক্রিনে একটি মেসেজবক্স ফুটে উঠবে। সেখানে ক্লিক করে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি ৬ বা তার চেয়ে বেশি সংখ্যার হলেই ভাল হয়। চেষ্টা করবেন পাসওয়ার্ডে ‘বড় হাতের অক্ষর’, ‘ছোট হাতের অক্ষর’, ‘সংখ্যা’ এবং একটি ‘স্পেশাল ক্যারেকটার’ যাতে থাকে তা খেয়াল রাখবেন।

পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আরও এক বার নির্ভুল ভাবে লিখতে হবে। এবার সব শেষে কম্পিউটারে খুলে রাখলে হোয়াট‌সঅ্যাপ ঠিক কত ক্ষণ পর নিজে থেকে ‘লক’ হয়ে যাবে, তা ঠিক সিলেক্ট করে দিন। ব্যস তাহলেই দেখবেন নির্দিষ্ট সময়ের পরে লক হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তখন পাসওয়ার্ড দিলে তবেই খোলা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব।