AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: কর্মক্ষেত্রে উন্নতি ধরাই দিচ্ছে না? অফিসের ডেস্কে এই ৫ গাছ রাখলে খুলবে কপাল, ঘুরবে ভাগ্যের চাকা!

কর্মোন্নতি, মনোযোগ ও ইতিবাচক শক্তি আনার জন্য বাস্তুশাস্ত্র ও ফেং শুই অনুযায়ী অফিস ডেস্কে কিছু গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। জানেন সেই গাছগুলি কী কী?

Vastu Tips: কর্মক্ষেত্রে উন্নতি ধরাই দিচ্ছে না? অফিসের ডেস্কে এই ৫ গাছ রাখলে খুলবে কপাল, ঘুরবে ভাগ্যের চাকা!
কর্মক্ষেত্রে উন্নতি ধরা দিচ্ছে না? অফিস ডেস্কে রাখুন ৫ গাছ, ঘুরবে কপালImage Credit: Unsplash
| Updated on: Aug 12, 2025 | 3:28 PM
Share

দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন, আশানুরূপ ফল পাচ্ছেন না? কর্মোন্নতি হচ্ছে না বলে হতাশায় ভুগছেন? এমন মানুষের সংখ্যা যে কোনও কর্মক্ষেত্রে আজকাল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কর্মোন্নতি, মনোযোগ ও ইতিবাচক শক্তি আনার জন্য বাস্তুশাস্ত্র ও ফেং শুই অনুযায়ী অফিস ডেস্কে কিছু গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। জানেন সেই গাছগুলি কী কী?

কর্মোন্নতির জন্য কোন কোন গাছ অফিস ডেস্কে রাখা ভাল—

১) লাকি ব্যাম্বু (Lucky Bamboo) – সৌভাগ্য, কর্মোন্নতি ও আর্থিক সমৃদ্ধি আনে। ৩ বা ৫ ডাঁটার লাকি ব্যাম্বু যে কোনও ব্যক্তির কেরিয়ারের জন্য বিশেষ শুভ।

২) মানি প্ল্যান্ট (Money Plant) – সম্পদ বৃদ্ধি, সম্পর্কের সমন্বয় ও পজিটিভিটি বাড়ায়। ডেস্কে ছোট পটে বা জলভর্তি বোতলে রাখা ভাল।

৩) জেড প্ল্যান্ট (Jade Plant) – ব্যবসা বা কেরিয়ারে সাফল্যের প্রতীক এই গাছটি। ছোট টবে এই গাছ সহজেই পরিচর্যা করা যায়। এই গাছের যত্ন কম নিলেও ভাল থাকে।

৪) পিস লিলি (Peace Lily) – এই গাছ অফিস ডেস্কে রাখলে কর্মস্থলের নেগেটিভ এনার্জি শোষণ করে, মন শান্ত রাখে। কম আলোতেও বেঁচে থাকে।

৫) স্নেক প্ল্যান্ট (Snake Plant) – অফিসের মধ্যে বাতাস বিশুদ্ধ করে ও মনোযোগ বাড়ায়। এই গাছের পরিচর্যায় খুব কম জল লাগে।

এই ৫ গাছ ছাড়াও এরেকা পাম গাছটি অফিসের ডেস্কে রাখতে পারেন। এটি আপনার আশেপাশে পরিবেশ সতেজ করে, এবং কর্মোদ্যম বাড়ায়। এই গাছ ডেস্কের পাশে ছোট আকারের পাত্রে রাখা ভাল। উল্লেখ্য, ফেং শুই মতে “সমৃদ্ধির দিক” হল ডেস্কের বাম দিকে সামনের কোণ। ওই স্থানে এইসকল গাছ রাখার জন্য সবচেয়ে শুভ। প্লাস্টিক টবের বদলে সিরামিক বা কাঁচের পাত্র ব্যবহার করলে এনার্জি ফ্লো ভাল হয়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।