প্রয়াগরাজে মহাকুম্ভে ভিড় জমিয়েছেন বহু সাধু-সন্ন্যাসীরা। দেশ-বিদেশ থেকে কোটি কোটি পূণ্যার্থী এসেছেন গঙ্গায় ডুব দিয়ে নিজেদের পাপ ধুতে। মহাকুম্ভের শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা চলছে সুন্দরী সাধ্বী হর্ষাকে নিয়ে। ফর্সা, সুন্দরী সাধ্বীর দিক থেকে চোখ সরছে না কারও। হর্ষার ইনস্টাগ্রামে চোখ পড়তেই চোখ কপালে সবার। ব্লু টিক, ভেরিফায়েড প্রোফাইল তাঁর। ১০ লক্ষেরও অনুরাগী তাঁর। লম্বা মুখ, টানা টানা চোখ, এক ঢাল চুল। \
সাধ্বী হর্ষাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোচনারও শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দগিরিজি মহারাজের শিষ্যা। তবে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবাক করেছে সবাইকে। তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। মহাকুম্ভে হর্ষাকে দেখার পর থেকে তাঁর জটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু সত্যি জানা গেল তাঁর ইনস্টাগ্রামের পাতায়ই।
হর্ষার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, হর্ষা একটি পার্লারে গিয়ে নকল জটা লাগাচ্ছেন তিনি। যদিও সে কথা অস্বীকারও করেননি হর্ষা। সাধ্বী হর্ষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের গল্প ছড়াতে থাকে। কেউ বলেন তিনি সংসার ত্যাগ করেছেন। এটা তাঁর প্রচার কৌশল। যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে তিনি অনেক আগে থেকেই সনাতন ধর্মে আগ্রহী।
উল্লেখ্য, মহাকুম্ভ প্রসঙ্গে হর্ষা বলেন, “আমি মহাকুম্ভে এসেছি হিন্দু ধর্মকে বাঁচাতে। আমি কুম্ভ ছেড়ে চলে যাওয়ার পর বহু যুবক ও ভক্তদের ফোনকল, মেসেড, ইমেইল আসতে শুরু করে। তাদের জন্যই এসেছি।”