Natural Face Wash: সেনসিটিভ ত্বক হোক বা তৈলাক্ত, ঘরে বসেই বানিয়ে ফেলুন ফেসওয়াশ
Homemade Cleanser: স্বাস্থ্যকর ত্বকের জন্য মুখ থেকে ময়লা, ঘাম, তেল ও ব্যাকটেরিয়া দূর করা দরকার। তবেই, আপনি যে স্কিন কেয়ার পণ্যগুলো ব্যবহার করবেন, ত্বকে তার ফল দেখতে পাবেন। কিন্তু মুখ পরিষ্কার করতে বাজারচলতি ফেসওয়াশ, ক্লিনজার কখনওই ব্যবহার করা উচিত নয়।

স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপই হল ক্লিনজিং। স্বাস্থ্যকর ত্বকের জন্য মুখ থেকে ময়লা, ঘাম, তেল ও ব্যাকটেরিয়া দূর করা দরকার। তবেই, আপনি যে স্কিন কেয়ার পণ্যগুলো ব্যবহার করবেন, ত্বকে তার ফল দেখতে পাবেন। কিন্তু মুখ পরিষ্কার করতে বাজারচলতি ফেসওয়াশ, ক্লিনজার কখনওই ব্যবহার করা উচিত নয়। এগুলো ত্বকে থেকে ময়লা দূর করার পাশাপাশি প্রাকৃতিক তেল ও পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই ত্বক পরিষ্কার করতে বানিয়ে ফেলুন ন্যাচারাল ফেসওয়াশ।
তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের ফেসওয়াশ: তৈলাক্ত ত্বকে তেলতেলে ভাব বেশি। এখান থেকে ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়ে। যে কারণে ত্বক ব্রণ প্রবণ হয়ে ওঠে। একটি বাটিতে ১৫ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল নিন। এতে ১/২ কাপ ক্যাস্টর অয়েল এবং ১/২ কাপ গ্রাপসিড অয়েল মিশিয়ে দিন। এই ক্লিনজিং তেল কাচের শিশিতে ঢেলে রাখুন। মুখ পরিষ্কারের সময় কয়েক ফোঁটা এই তেলের মিশ্রণ নিন। এবার এই মুখে মেখে ভাল করে মালিশ করুন। এবার গরম জলে ভেজানো সুতির কাপড় মুখের উপর রাখুন। এটি ঠান্ডা হয়ে গেলে ওই ভিজে কাপড় দিয়েই মুখ মুছে নিন। এতে মুখ থেকে সমস্ত ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে।
নরম্যাল ও শুষ্ক ত্বকের জন্য ফেসওয়াশ: নরম্যাল ও শুষ্ক ত্বকের জন্য বাড়িতে ফেসওয়াশ বানিয়ে নিন। এক্ষেত্রে ব্যবহার করুন টক দই। টক দই ত্বকের উপর এক্সফোলিয়েটিং উপাদান হিসেবে কাজ করে, যা ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে দেয়। এছাড়া এটি ত্বককে ময়েশ্চারাইজ করে। কয়েকটি আমন্ড নিয়ে গুঁড়ো করে নিন। ২ চামচ টক দইয়ের সঙ্গে আমন্ড গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মেখে সার্কুলার মোশনে মালিশ করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সংবেদনশীল ত্বকের ক্লিনজার: সেনসিটিভ ত্বকের উপর যে কোনও পণ্য ব্যবহার করা যায় না। বিশেষত, রাসায়নিক উপাদান ব্যবহার করলে ত্বকে র্যাশ বা অ্যালার্জি বেরোনোর সম্ভাবনা থাকে। ৪ চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ মধু ও ৪ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে মেখে ভাল করে মালিশ করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। মধুও ত্বকে আর্দ্রতার জোগান দেয় এবং ত্বককে নরম করে তোলে।
