AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Care Tips: পার্লারের কাজ হবে বাড়িতে, নামমাত্র খরচে বাড়িতেই চুল করে তুলুন রেশম কালো উজ্জ্বল

চুলকে প্রাকৃতিকভাবে চকচকে করতে খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট লাগবে না। নামমাত্র খরচে ও ঘরে থাকা জিনিসেই হবে কাজ। এখানে ৫টি ঘরোয়া উপায় উল্লেখ করা হল।

Hair Care Tips: পার্লারের কাজ হবে বাড়িতে, নামমাত্র খরচে বাড়িতেই চুল করে তুলুন রেশম কালো উজ্জ্বল
Hair Care Tips: পার্লারের কাজ হবে বাড়িতে, নামমাত্র খরচে বাড়িতেই চুল করে তুলুন রেশম কালো উজ্জ্বলImage Credit: Getty Images
| Updated on: Aug 10, 2025 | 1:48 PM
Share

সামনেই দুর্গাপুজো। এমন সময় ত্বক ও চুলের যত্ন নিচ্ছেন কমবেশি সকলে। কেউ কেউ এই সময় স্ট্রেটনিং করান, কেউ আবার স্মুদনিং করান। আজকাল তো হেয়ার বোটক্স, হেয়ার কেরাটিন ট্রিটমেন্টও করাচ্ছেন অনেকে। আপনিও যদি উজ্জ্বল ও নরম চুল চান, আর টাকা খুব বেশি খরচ করতে না চান, তা হলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। 

চুলকে প্রাকৃতিকভাবে চকচকে করতে খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট লাগবে না। নামমাত্র খরচে ও ঘরে থাকা জিনিসেই হবে কাজ। এখানে ৫টি ঘরোয়া উপায় উল্লেখ করা হল।

১. নারকেল তেল ও অলিভ অয়েল ম্যাসাজ – সম পরিমাণ নারকেল তেল ও অলিভ অয়েল হালকা গরম করে মাথায় ভাল করে লাগান। ৩০-৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পুতে ধুয়ে ফেলুন। চুলে আর্দ্রতা ধরে রেখে প্রাকৃতিক শাইন আনে।

২. ডিমের হেয়ার মাস্ক – ১টি ডিম, ২ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রোটিন ও ময়েশ্চার দিয়ে চুল ঝলমলে হয়।

৩. অ্যালোভেরা জেল – খাঁটি অ্যালোভেরা জেল স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর তা ধুয়ে ফেললে চুল নরম ও উজ্জ্বল হবে।

৪. চা-জল – লিকার চা বানিয়ে ঠান্ডা করে শ্যাম্পুর পর চুলে ঢালুন। চুলে হালকা বাদামি আভা ও শাইন এনে দেবে এই মিশ্রণ।

৫. ভিনিগার – ১ কাপ জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে শ্যাম্পুর পর চুলে ঢালুন। কয়েক মিনিট রেখে, শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের উজ্জ্বলতা বেড়ে যায়।