হাতের নাগালেই ‘নয়’ জায়গা, কলকাতা থেকে ঘুরে আসুন একদিনে

utsha hazra |

Feb 22, 2021 | 8:58 PM

আর দেরি কীসের! উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বেছে নিতে পারেন এই জায়গাগুলি...

1 / 9
কলকাতা থেকে ১০২ কিলোমিটার দূরে ছোট শহর বর্ধমান। ট্রেনে করে গেলে ২ঘন্টা লাগবে পৌঁছতে। গোপালবাগ, ডিয়ার পার্ক এমন অনেক ঘোরার জায়গা আছে ভ্রমণ পিপাসুরা ঘুরে আসতে পারেন।

কলকাতা থেকে ১০২ কিলোমিটার দূরে ছোট শহর বর্ধমান। ট্রেনে করে গেলে ২ঘন্টা লাগবে পৌঁছতে। গোপালবাগ, ডিয়ার পার্ক এমন অনেক ঘোরার জায়গা আছে ভ্রমণ পিপাসুরা ঘুরে আসতে পারেন।

2 / 9
কলকাতা শহর থেকে বেলুড়মঠের দুরত্ব ১১ কিলোমিটার। গঙ্গার ধারে বিকেলটা কাটাতে পারলে মন্দ হয় না।

কলকাতা শহর থেকে বেলুড়মঠের দুরত্ব ১১ কিলোমিটার। গঙ্গার ধারে বিকেলটা কাটাতে পারলে মন্দ হয় না।

3 / 9
শহর থেকে ১৪২ কিলোমিটার দূরে বিষ্ণুপুর। পোড়ামাটির মন্দির এখানকার আকর্ষণ।

শহর থেকে ১৪২ কিলোমিটার দূরে বিষ্ণুপুর। পোড়ামাটির মন্দির এখানকার আকর্ষণ।

4 / 9
কলকাতা থেকে চন্দননগরের দুরত্ব ৪৮ কিলোমিটার। গাড়িতে করে গেলে প্রায় দেড় ঘন্টা লাগে পৌঁছতে। চন্দননগর মিউজিয়াম, পাতাল বাড়ি, নন্দদুলাল মন্দির এখানকার অন্যতম আকর্ষণ।

কলকাতা থেকে চন্দননগরের দুরত্ব ৪৮ কিলোমিটার। গাড়িতে করে গেলে প্রায় দেড় ঘন্টা লাগে পৌঁছতে। চন্দননগর মিউজিয়াম, পাতাল বাড়ি, নন্দদুলাল মন্দির এখানকার অন্যতম আকর্ষণ।

5 / 9
শহর থেকে ডায়মন্ড হারবারের দুরত্ব ৫০ কিলোমিটার। বোট রাইডিং, গঙ্গারধারের মনোরম সৌন্দর্য এখানকার বিশেষত্ব।

শহর থেকে ডায়মন্ড হারবারের দুরত্ব ৫০ কিলোমিটার। বোট রাইডিং, গঙ্গারধারের মনোরম সৌন্দর্য এখানকার বিশেষত্ব।

6 / 9
কলকাতা থেকে কামারপুকুরের দুরত্ব ৯৭ কিলোমিটার। তিন ঘন্টারও বেশী সময় লাগে গাড়িতে পৌঁছতে। মাতৃমন্দির,রামকৃষ্ণ মন্দির পর্যটকদের মূল আকর্ষণ।

কলকাতা থেকে কামারপুকুরের দুরত্ব ৯৭ কিলোমিটার। তিন ঘন্টারও বেশী সময় লাগে গাড়িতে পৌঁছতে। মাতৃমন্দির,রামকৃষ্ণ মন্দির পর্যটকদের মূল আকর্ষণ।

7 / 9
শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে নবদ্বীপ। চৈতন্যদেবের জন্মস্থাণ হিসাবে পর্যটকদেক কাছে বেশ পরিচিত।

শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে নবদ্বীপ। চৈতন্যদেবের জন্মস্থাণ হিসাবে পর্যটকদেক কাছে বেশ পরিচিত।

8 / 9
কলকাতা থেকে ১৬২ কিলোমিটার দুরত্ব শান্তিনিকেতনের। বিশ্বভারতী এবং সেখানকার পরিবেশ অনেকেরই প্রিয়।

কলকাতা থেকে ১৬২ কিলোমিটার দুরত্ব শান্তিনিকেতনের। বিশ্বভারতী এবং সেখানকার পরিবেশ অনেকেরই প্রিয়।

9 / 9
কলকাতা শহর থেকে প্রায় ১০৯ কিলোমিটার দূর সুন্দরবন। 'ওয়াইল্ড লাইফ'-কে কাছ থেকে দেখার জন্যই পর্যটকদের হট স্পট সুন্দরবন।

কলকাতা শহর থেকে প্রায় ১০৯ কিলোমিটার দূর সুন্দরবন। 'ওয়াইল্ড লাইফ'-কে কাছ থেকে দেখার জন্যই পর্যটকদের হট স্পট সুন্দরবন।

Next Photo Gallery