শীত ফ্যাশনে পাওলির মতো সাজতে চাইলে কী কী করবেন?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 28, 2020 | 5:40 PM

আপনারও যদি ওয়েস্টার্নের প্রতি ঝোঁক থাকে, তাহলে নিঃসন্দেহে বেছে নিতে পারেন পাওলির মতো আউটফিট।

শীত ফ্যাশনে পাওলির মতো সাজতে চাইলে কী কী করবেন?
পাওলি দাম। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

নীল জ্যাকেট। সিলভার চেন। নীল আইশ্যাডো। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অর্থাৎ টলিউড অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। খোলা চুলের সাজে শীত ফ্যাশন (Fashion) একেবারে জমিয়ে দিয়েছেন নায়িকা।

ফ্যাশন সেন্সে বরাবরই পাওলি নজরকাড়া। তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও সময় টেক্কা দিতে পারে অনেককেই। শীতের ফ্যাশনে ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন অনেকে। আপনারও যদি ওয়েস্টার্নের প্রতি ঝোঁক থাকে, তাহলে নিঃসন্দেহে বেছে নিতে পারেন পাওলির মতো আউটফিট। পার্টি হোক বা পিকনিক- জমে যাবে।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার ক্যাপশনে মার্কিন পরিচালক তথা অভিনেত্রী এবং লেখিকা অ্যামি পোহেলারের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন। অ্যামি বলেছিলেন, সেই মহিলাদের তাঁর পছন্দ যাঁদের মধ্যে নেতৃত্বের মানসিকতা রয়েছে। পাওলি জানিয়েছেন, তাঁরও এই ধরনের মহিলাদের ভাল লাগে।

আরও পড়ুন, বাজেট শেষ, বছর শেষের পার্টিতে ফ্যাশন করবেন কীভাবে?

পাওলির মতো এভাবে শীত ফ্যাশন করতে গেলে মনে রাখবেন, হিল জুতো আপনাকে পরতেই হবে। ন্যুড মেকআপের উপর ভরসা রাখুন। লাউড মেকআপ একেবারেই মানাবে না। আপনার ব্যক্তিত্ব অনুযায়ী অ্যাকসেসেরিজে বদল আনতে পারেন। পছন্দের সানগ্লাস ট্রাই করুন। খোলা চুলের বদলে টপ নটও মানাবে ভাল।

আরও পড়ুন, ব্লেজার জ্যাকেটের মিক্স অ্যান্ড ম্যাচ ফ্যাশন

Next Article