কেমন হবে পোস্ট-প্যান্ডেমিক ট্র্যাভেলিং?

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 03, 2020 | 1:04 PM

ঠিক কেমন হতে চলেছে Post-covid Travel trends

কেমন হবে পোস্ট-প্যান্ডেমিক ট্র্যাভেলিং?
প্রতীকী ছবি

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: কোভিড বদলে দিয়েছে আমাদের রোজনামচা। মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্ট্যান্সিং-এ জেরবার জীবন। কিন্তু এরপরও তো খোলা হাওয়া, লং ড্রাইভ কিংবা পাহাড়-জঙ্গল-সমুদ্রতে উঁকি দিতে চায় মন। কিন্তু প্যান্ডেমিক পরিস্থিতিতে বদলে ফেলতে হবে ঘুরতে যাওয়া রীতিনীতি। Post-covid Travel trends ঠিক কেমন হতে চলেছে?

 

প্রাইভেট ড্রাইভ হলিডেজ

সপরিবারে রোড ট্রিপে বেড়িয়ে পড়ুন। অবশ্যই নিজের গাড়িতে। বড় গাড়ি হলে খোলামেলা ভাবে বসতে পারবেন। এবং সরকারের ‘দূরত্ববিধি’ পালনেও সমস্যা হবে না। গন্তব্যে হোক শহরের কাছেপিঠে কোনও টুরিস্ট স্পট। কিংবা ‘শহর থেকে আরও অনেক দূরে’তেও ছুটে যেতে পারে গাড়ি। বাইপাসে গাড়ি দাঁড় করে ছোটোখাটো ধাবায় পেটে পুরে খাবারদাবারও সেরে ফেলতে পারেন।

আরও পড়ুন ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ হবে নিসান ম্যাগনাইট

 

ফ্লেক্সিবল বুকিং উইন্ডো

দীর্ঘদিন আগে থেকে কিনে রাখা ফ্লাইট টিকিটের সবচেয়ে খারাপ দিক কী?

আপনার প্ল্যানিংয়ে একবার যদি বদলায় সব একেবারে ঘেঁটে ঘ! ফ্লাইট টিকিট বাতিল অথবা পুনঃনির্ধারণ করায় আপনাকে যে কিছু ফাইন দিতে হবে তা নয়। ই-মেল চালাচালি করতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে বাদবাকি টাকা ফেরত পেতে অপেক্ষার কঠিন পরীক্ষাও দিতে হতে পারে। তবে পোস্ট কোভিড অবস্থিতি বদলেছে, কিছু এয়ারলাইন সংস্থা নিয়ে এসেছে ‘ফ্লেক্সিবল বুকিং উইন্ডো’! এবার থেকে আপনি এয়ারলাইনস সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীল হলে তা দ্রুত সমাধানের উপায় খুঁজবে সংস্থা।

 

আরও পড়ুন ভারতের অস্কার মনোনীত মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’

 

স্বাস্থই সম্পদ

COVID-19 আমাদের বাস্তবের খুব কাছে নিয়ে চলে এসেছে। সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে মানুষ শারীরিক, মানসিক সমস্ত দিক থেকেই চিন্তায় জর্জরিত। হাজার হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কারণ একটাই তাঁদের শরীরে এই ভাইরাস প্রতিরোধের ক্ষমতা ছিল না। তাই এমত অবস্থায় দাঁড়িয়ে স্বাস্থ্য সচেতন হচ্ছে মানুষ। ঘুরতে বেড়িয়ে খুঁজে নিচ্ছে কোনও দূষণমুক্ত পরিবেশ এবং ফিটনেস-ভিত্তিক জীবনযাত্রার। অর্গ্যানিক ফার্মিংয়ের শাক-সবজি কিংবা পোলট্ট্রির দিকে ঝুঁকছে মানুষ। প্রাকৃতিক ঔষধি এবং তার সঙ্গে হেল্থ বুস্টার ড্রিংক্স কিন্তু খাদ্য তালিকার অংশ হয়ে দাঁড়িয়েছে।

Next Article