Thailand Tour: ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ব্যাংকক, পাটায়া! কী ভাবে জানেন?
Thailand Tour: ভারতীয়দের জন্য এবার আরও বড় সুখবর। বিদেশে এতদিন নেপালে ঘুরতে গেলেও ভিসা লাগত না ভারতীয়দের। এবার সেই তালিকায় যুক্ত হল বড় নাম। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড।
ভারতীয়দের জন্য এবার আরও বড় সুখবর। এতদিন নেপালে ঘুরতে গেলে ভিসা লাগত না ভারতীয়দের। এবার সেই তালিকায় যুক্ত হল বড় নাম। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড।
ভারতীয় নাগরিকদের জন্য অনির্দিষ্টকাল ভিসা-মুক্ত প্রবেশ নীতি নিয়েছে সাগর পারের দেশ থাইল্যান্ড। এমনিতেও এখন ভারতীয়দের মধ্যে বৃদ্ধি পেয়েছে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্রবণতা। বিশেষ করে নব বিবাহিত দম্পতি এবং যুবক-যুবতীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
ব্যাংকক, ফুকেট, পাটায়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে বার বার ছুটে ছুটে যায় ভারতীয়রা। সেই বেড়ানোই এখন হয়ে উঠল আরও অনেক বেশি সহজ। ভারতীয় পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা-মুক্ত প্রবেশ নীতির কথা ঘোষণা করল থাইল্যান্ড। প্রাথমিক ভাবে এর আগে ভিসা ছাড়াই ভারতীয়দের থাইল্যান্ড ঘুরতে যাওয়ার নীতির মেয়াদ শেষ হচ্ছিল ১১ নভেম্বর ২০২৪। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হল এই নীতিকে। এর আগে ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়া ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার সুযোগ পেতেন। যার মেয়াদ স্থানীয় অভিবাসন অফিস থেকে অতিরিক্ত আরও ৩০ দিন অবধি বাড়ানো যেত। থাইল্যান্ড সরকারের এই ঘোষণা ভারতীয় পর্যটকদের আরও বেশি করে থাইল্যান্ডমুখী করে তুলবে বলেই আশা।
ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড বা টিএটি’র পক্ষ থেকে নয়াদিল্লিতে ‘রয়্যাল থাই দূতাবাসে’র কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। তাঁদের আশা এই পদক্ষেপ ‘থাই পর্যটন’ এবং ভারতীয় ভ্রমণপিপাসুদের থাইল্যান্ড ভ্রমণে আরও উৎসাহিত করবে।