BSNL New Plan: সস্তায় পুষ্টিকর, BSNL-এর নতুন চমক! ঘোর বিপাকে Jio, Airtel, VI?

BSNL New Plan: ৫জি (5G) পরিষেবা নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলেই খবর। বিএসএনএল-এর বিভিন্ন সাশ্রয়ী প্ল্যান পুনরায় গ্রাহকদের আকর্ষণ করছে বিএসএনএল-এর দিকে।

| Updated on: Nov 05, 2024 | 1:40 PM
জিও(Jio), এয়ারটেল(Airtel), ভিআই(VI)-এর মতো টেলিকম সংস্থাগুলিকে আরও একবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিএসএনএল(BSNL) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। অনান্য সংস্থায় যে দামে মাত্র ২৮ দিনের প্ল্যান পাওয়া যাচ্ছে, সেখানেই প্রায় সেই একই দামে ১৫০ দিনের প্ল্যান নিয়ে এসে চমক দিল বিএসএনএল।

জিও(Jio), এয়ারটেল(Airtel), ভিআই(VI)-এর মতো টেলিকম সংস্থাগুলিকে আরও একবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিএসএনএল(BSNL) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। অনান্য সংস্থায় যে দামে মাত্র ২৮ দিনের প্ল্যান পাওয়া যাচ্ছে, সেখানেই প্রায় সেই একই দামে ১৫০ দিনের প্ল্যান নিয়ে এসে চমক দিল বিএসএনএল।

1 / 8
সম্প্রতি ৪জি (4G) নেটওয়ার্ক প্রসারিত করতে বেশ উদ্যোগী বিএসএনএল। ৫জি (5G) পরিষেবা নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলেই খবর। বিএসএনএল-এর বিভিন্ন সাশ্রয়ী প্ল্যান পুনরায় গ্রাহকদের আকর্ষণ করছে বিএসএনএল-এর দিকে।

সম্প্রতি ৪জি (4G) নেটওয়ার্ক প্রসারিত করতে বেশ উদ্যোগী বিএসএনএল। ৫জি (5G) পরিষেবা নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলেই খবর। বিএসএনএল-এর বিভিন্ন সাশ্রয়ী প্ল্যান পুনরায় গ্রাহকদের আকর্ষণ করছে বিএসএনএল-এর দিকে।

2 / 8
বিশেষ করে এই সংস্থার ৩৯৭ টাকার রিচার্য প্ল্যানটি আরও গ্রাহকদের বিশেষ পছন্দের। যেহানে অনান্য সংস্থার ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ৪জি প্ল্যানের মেয়াদ ২৮ দিন সেখানে বিএসএনএল-এর ৩৯৭ টাকায় ৪জি প্ল্যান্টির মেয়াদ ১৫০ দিন। কী রয়েছে এই প্ল্যানে?

বিশেষ করে এই সংস্থার ৩৯৭ টাকার রিচার্য প্ল্যানটি আরও গ্রাহকদের বিশেষ পছন্দের। যেহানে অনান্য সংস্থার ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে ৪জি প্ল্যানের মেয়াদ ২৮ দিন সেখানে বিএসএনএল-এর ৩৯৭ টাকায় ৪জি প্ল্যান্টির মেয়াদ ১৫০ দিন। কী রয়েছে এই প্ল্যানে?

3 / 8
এই প্রিপেইড প্ল্যানটি ব্যবহারকারীদের অন্যতম পছন্দের। ৩৯৭ টাকার এই প্রিপেড প্ল্যানটি ১৫০ দিনের জন্য বৈধ। থাকছে আনলিমিটেড কলিং, ডেটা এবং কমপ্লিমেন্টারি বা বিনামূল্যে এসএমএস পরিষেবার মতো সুবিধা। বিশেষ করে যাঁরা বিএসএনএলকে সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করেন তাঁদের জন্য এই প্ল্যান বিশেষ বেশ লাভের।

এই প্রিপেইড প্ল্যানটি ব্যবহারকারীদের অন্যতম পছন্দের। ৩৯৭ টাকার এই প্রিপেড প্ল্যানটি ১৫০ দিনের জন্য বৈধ। থাকছে আনলিমিটেড কলিং, ডেটা এবং কমপ্লিমেন্টারি বা বিনামূল্যে এসএমএস পরিষেবার মতো সুবিধা। বিশেষ করে যাঁরা বিএসএনএলকে সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করেন তাঁদের জন্য এই প্ল্যান বিশেষ বেশ লাভের।

4 / 8
এই প্ল্যানে প্রথম ৩০ দিনের মধ্যে দেশব্যাপী যেকোনো মোবাইল নেটওয়ার্কে সীমাহীন ফোন করতে পারবেন। থাকছে দৈনিক 2GB হাইস্পিড ডেটা। দৈনিক 2GB ডেটা শেষ হলেও কেবল ইন্টারনেটের স্পিড ৪০kbps কমবে মাত্র। রিচার্য করার পর প্রথম মাসে প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে পাবেন।

এই প্ল্যানে প্রথম ৩০ দিনের মধ্যে দেশব্যাপী যেকোনো মোবাইল নেটওয়ার্কে সীমাহীন ফোন করতে পারবেন। থাকছে দৈনিক 2GB হাইস্পিড ডেটা। দৈনিক 2GB ডেটা শেষ হলেও কেবল ইন্টারনেটের স্পিড ৪০kbps কমবে মাত্র। রিচার্য করার পর প্রথম মাসে প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে পাবেন।

5 / 8
সম্প্রতি বিএসএনএল'কে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলরে টেলিকমিউনিকেশন সংস্থাটি ২৪ বছর পরে নতুন লোগো এবং স্লোগান উন্মোচন করেছে। উপরন্তু, বিএসএনএল ৭টি নতুন পরিষেবাও চালু করেছে।

সম্প্রতি বিএসএনএল'কে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলরে টেলিকমিউনিকেশন সংস্থাটি ২৪ বছর পরে নতুন লোগো এবং স্লোগান উন্মোচন করেছে। উপরন্তু, বিএসএনএল ৭টি নতুন পরিষেবাও চালু করেছে।

6 / 8
দেশব্যাপী তার ৪জি পরিষেবার সঙ্গে সঙ্গে পরের বছরের জুনের মধ্যে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে। মোবাইল নেটওয়ার্ক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বিএসএনএল মোট ১০০,০০০ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করার পরিকল্পনা করেছে। যার মধ্যে ৩৫,০০০ টাওয়ার ইতিমধ্যেই চালু রয়েছে৷

দেশব্যাপী তার ৪জি পরিষেবার সঙ্গে সঙ্গে পরের বছরের জুনের মধ্যে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে। মোবাইল নেটওয়ার্ক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বিএসএনএল মোট ১০০,০০০ নতুন মোবাইল টাওয়ার স্থাপন করার পরিকল্পনা করেছে। যার মধ্যে ৩৫,০০০ টাওয়ার ইতিমধ্যেই চালু রয়েছে৷

7 / 8
এমনকি সম্প্রতি অনান্য সব বেসরকারি সংস্থাগুলি তাঁদের রিচার্য প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পরেই বিএসএনএল মুখী হয়েছে বহু গ্রাহকও। যেখানে অগস্ট মাসে জিও ৪০ লক্ষ, এয়ারটেল ২০.৪ লক্ষ, ভিআই ১০.৯ লক্ষ লোকসানের সম্মুখীন হয়েছে, সেখানে ২০.৫ লক্ষ নতুন গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন।

এমনকি সম্প্রতি অনান্য সব বেসরকারি সংস্থাগুলি তাঁদের রিচার্য প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পরেই বিএসএনএল মুখী হয়েছে বহু গ্রাহকও। যেখানে অগস্ট মাসে জিও ৪০ লক্ষ, এয়ারটেল ২০.৪ লক্ষ, ভিআই ১০.৯ লক্ষ লোকসানের সম্মুখীন হয়েছে, সেখানে ২০.৫ লক্ষ নতুন গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন।

8 / 8
Follow Us: