পুজো শুরু হয়ে গিয়েছে। শেষ মূহুর্তের কেনাকাটায় ব্যস্ত শহর। পুজোয় কেমন ভাবে সাজবেন এটা একটা বড় প্রশ্ন। কোন সাজ এবারে ট্রেন্ডিং, কী ভাবে সাজলে হয়ে উঠবেন অনন্য? এই প্রশ্নই ঘুরপাক খায় মাথায়।
দেখুন সাজ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে এখনকার সাজ আর আগের সাজের মধ্যে পার্থক্য রয়েছে। এখন আর ভারী গয়না পরতে তেমন পছন্দ করেন না অনেকেই। বরং হালকা লকেট দেওয়া হার বা একসঙ্গে দুটি সরু চেন পরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আধুনিকারা। এখন মহিলারা একসঙ্গে একাধিক হার পরছেন। তবে অবশ্যই তা পোশাকের সঙ্গে মিলিয়েই। কোন পোশাকের সঙ্গে কেমন হার মানাবে তা বোঝাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তেমনই শরীরের গঠন অনুযায়ী গয়না বেছে নেওয়াটাও বেশ জরুরি।
যদি চেহারার গড়ন ভারী হয়, তা হলে লেয়ার্ড নেকলেস ভাল মানায়। তবে ঝুল ছোট থাকলেই ভাল। আবার উলটো দিকে হালকা চেহারা হলে ভারী নেকলেসে মানায় ভাল।
গয়না বাছার ক্ষেত্রে পোশাকটাও গুরুত্বপূর্ণ। ওভারসাইজ পোশাক বা জ্যাকেট পরলে সঙ্গে সরু ও পাতলা চেন রাখাই ভাল।
ভি নেকলাইনের ডিপ কাট ব্লাউজ বা পোশাক পরলে সঙ্গে ছোট্ট লকেট দেওয়া হার কিন্তু বেশ মানায়। সাজে আনে আভিজাত্যের ছোঁয়া।
গোল নেকলাইন যুক্ত পোশাক পরলে সব ধরণের হারই এর সঙ্গে পরতে পারেন। যাবে। আবার গোল গলা কিছু পরলে সবচেয়ে ভাল চোকার। আবার হল্টার নেক কিছু পরলে সঙ্গে থাকুক লম্বা ঝুলের হার।
কোন ধাতুর হার পরছেন, তাও মাথায় রাখা জরুরি। আপনি যে ধাতুর গয়না বেছে নিচ্ছেন, তার মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত।