AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুখবর! কোন কোন দেশে এবার যেতে পারবেন ভারতীয়রা, জেনে নিন

এই অতিমারি পরিস্থিতিতে বেশ কিছু দেশও তাঁদের দরজা খুলে দিয়েছে ভারতীয়দের জন্য। এই খবরে আনন্দের বান ডেকেছে এদেশের ভ্রমণ পাগল মানুষগুলির মধ্যে। আর বাঙালিদের কথা আলাদ করে বলার কিছুই নেই।

সুখবর! কোন কোন দেশে এবার যেতে পারবেন ভারতীয়রা, জেনে নিন
সিঙ্গল এবং ডাবল এন্ট্রির ক্ষেত্রে ৩০ দিনের ট্যুরিস্ট ভিসার আবেদন মঞ্জুর করছে রাশিয়া।
| Edited By: | Updated on: Jun 23, 2021 | 7:06 AM
Share

ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। প্রতিদিনই একটু একটু করে কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা। সেকেন্ড ওয়েভের সঙ্গে নিরন্তর লড়াইয়ের মধ্যে সামান্য হলেও হাঁফ নেওয়ার অবসর মিলছে। শোনা যাচ্ছে, কেউ কেউ ইতিমধ্যে মুদিখানা থেকে কেজি কেজি সর্ষে কিনে পায়ের তলায় পিষতে শুর করেছেন। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন দেশ খুলল তার দ্বার—

তুরস্ক- টার্কি বা তুরস্কে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। পাহাড়, মালভূমি আর ঘন নীল সমুদ্র। এ কারণেই অবসর যাপনে বিশ্বের দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন তুরস্কে। তবে তুরস্কে দৌড়ে আসার অন্যতম কারণ বোধহয় এদেশের মিশ্র শিল্প-সংস্কৃতিপূর্ণ জীবনযাত্রা! ইতিহাসের পাতার দিকে তাকালেই মালুম হবে, এশিয়া ও ইউরোপের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা করে চলেছে তুরস্ক বা টার্কি! প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন সেতু তুরস্ক দেশে রয়েছে রোমানদের দ্বারা প্রতিষ্ঠিত গ্রন্থাগার, অটোমন সুলতানদের প্রাসাদ, গ্রীক স্থাপত্যে ঘেরা শহর এফিসাস। ফলে প্রাচীন প্রথার প্রতি শ্রদ্ধাশীল হয়েও দেশটির মানুষেরা চূড়ান্ত স্বাধীনচেতা। প্রাচীন আর আধুনিকতার বর্ডার শহর তুরস্ক এখন সকলকেই স্বাগত জানালেও এই দেশে ঢোকার পর অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে! চৌদ্দতম দিনে করাতে হবে আরটিপিসিআর টেস্ট!

রাশিয়া- বৈকাল হ্রদ, মস্কোর রেড স্ক্যোয়ার, সেন্ট পিটার্সবার্গ, পার্বত্যশহর সোচি, রঙিন নুড়িতে ঢাকা আনাপা সৈকত দেখার ইচ্ছে দীর্ঘদিনের? তবে সেই স্বপ্ন পূরণ করার সময় চলে এসেছে এখনই। সিঙ্গল এবং ডাবল এন্ট্রির ক্ষেত্রে ৩০ দিনের ট্যুরিস্ট ভিসার আবেদন মঞ্জুর করছে রাশিয়া। তবে ওদেশে ঢোকার সময় হাতে থাকতে হবে ৭২ ঘণ্টার মধ্যে করানো আরটি পিসিআর টেস্টের কোভিড নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন: এ বছরও ভক্ত ছাড়াই রথযাত্রা পালিত হবে পুরীতে, সাধারণের জন্য মন্দিরের দরজা খুলবে জুলাই মাসে!

ইজিপ্ট- হলুদ রোদে গিজার পিরামিড, আবু সিম্বল টেম্পল, কারনাক এবং লুক্সর টেম্পল দেখার সঙ্গে লোহিত সাগরের ধারে বালিতে রিল্যাক্স করার ইচ্ছেয় জোরে জোরে শান দিতেই পারেন এবার। কারণ ইজিপ্টে প্রবেশের ছাড়পত্র পাচ্ছেন ভারতের নাগরিকরা। তবে হ্যাঁ, ওই দেশে ঢোকার সময় হাতে থাকতে হবে তিনদিনের মধ্যে করানো আরটি পিসিআর টেস্ট এর মাধ্যমে করানো কোভিড নেগেটিভ রেজাল্ট। এছাড়া করাতে হবে হেলথ স্ক্রিনিং। দিতে হবে স্বাস্থ্য সম্পর্কিত মুচলেকা।

সার্বিয়া- সেন্ট সাভা, দ্রিনার বাড়ি, স্টুডেনিকা মনাস্ট্রি দেখতে যাবেন সার্বিয়া? যান না। কেউ নিষেধ করছে না। তবে হ্যাঁ ওদেশে ঢোকার সময় হাতে থাকতে হবে এদেশ ছাড়ার গত ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করানো কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে ১২ বছর বয়সের নীচের পর্যটকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়।

আইসল্যান্ড- চাহিদা সেরকম কিছু নয়। বৈধ টিকাকরণের সার্টিফিকেট (ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাইজেশন এর এমার্জেন্সি ইউজ লিস্টে থাকা ভ্যাকসিন) এবং ওদেশে ঢোকার পর নেটেভি কোভিড রিপোর্ট— থাকলেই প্রাণখুলে ঘুরে বেড়ান আগ্নেয়গিরি আর হিমবাহের সঙ্গমস্থল আইসল্যান্ডে!

আরও পড়ুন: ভারতের এই ৫ অসাধারণ বিধানসভা ভবন দেখলে অবাক হবে আপনি!

উজবেকিস্তান- সিআইএস কান্ট্রি’র ভিসা থাকলেই (রাশিয়া বাদে) যাওয়া যাবে উজবেকিস্তান । তবে হ্যাঁ, সঙ্গে গত ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করানো কোভিড টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট পকেটে না থাকলে কপালে দুঃখ আছে। এখানেই শেষ নয়। ঢোকার পর ১৪দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে কিংবা স্ব-পৃথকবাসে!

রুয়ান্ডা- বৈধ ভিসা আছে? তবে আফ্রিকার যে কোনও দেশেই কয়েক চক্কর দিয়ে আসতে পারেন। ছুঁয়ে আসতে পারেন রুয়ান্ডা নামে দেশটিকেও। তবে ওদেশে ঢোকার পর সই করতে হবে ‘প্যাসেঞ্জার লোকেটার’ ফর্মে। একইসঙ্গে নির্দেশিত ওয়েবসাইটে আপলোডে করতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে তারপরেও ওদেশে ঢোকার পর দ্বিতীয়বার কোভিড টেস্টের জন্য সাময়িকভাবে থাকতে হবে সরকার অনুমোদিত হোটেলে। ‘প্যাসেঞ্জার লোকেটার’ ফর্ম এবং সরকার অনুমোদিত হোটেলগুলি সম্পর্কে জানার জন্য বরং একবার ঢুঁ মারুন www.rbc.gov.rw. ওয়েবসাইটে।