ভারতে দর্শনীয় স্থানের কোনও অভাব নেই। পর্বতশৃঙ্গ, মরুরাজ্য, মালভূমি, সমুদ্র সৈকতের অসাধারণ ও নৈসর্গিত মনোরম দৃশ্যের পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য স্মৃতিসৌধও।
সংস্কৃতি, ঐতিহ্য ছাড়াও রয়েছে সুবিশাল রাজনৈতিক মঞ্চ। দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে চোখ ধাঁধানো বিধানসভা। ভারতের রাজ্যে ও কেন্দ্রশাসিত এলাকাগুলিতে রয়েছে বিধানসভার ভবন। যেগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় বটে।
দিল্লির বিধানসভা- ১৯১২ সালে ব্রিটিশ ঔপনিবেশিক মন্টেগা টমাস দিল্লির বিধানসভার নকসা করেছিলেন। দিল্লিতে আগত পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
রাজস্থান বিধানসভা- জয়পুরের পঙ্কজ সিংভি মার্গে অবস্থিত। রাজস্থানের বিধানসভা ভবনটি দেশের সব বিধানসভাগুলির মধ্যে সবচেয়ে আধুনিক। ঝারোখাস, চ্ছত্রি ও বরাদারির মতো ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যগুলির জন্য বিখ্যাত।
কর্ণাটকের বিধানসভা- কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত অসাধারণ বিধানসভার ভবনটি শহরের অন্যতম ল্যান্ডমার্ক। পর্যটকদের জন্যও আকর্ষণীয়। প্রতি রবিবার ও ছুটির দিনগুলিতে সাধারণের জন্য ভবনটি খুলে দেওয়া হয়।
উত্তর প্রদেশের বিধানসভা- সুন্দর খোদাই করা, হালকা বাদামি রঙের এই ভবনটি বেলেপাথরের তৈরি। সাধারণত মির্জাপুর থেকে পাথর আনা হয়েছিল। ভবনের অভ্যন্তরে রয়েছে বিশাল হলঘর, গ্যালারি ও বারান্দা। আগ্রা ও জয়পুরের মার্বেল পাথর দিয়ে তৈরি এই ভবনের সেরা বৈশিষ্ট্য হল প্রবেশপথেই রয়েছে সুবিশাল গোলাকার মার্বেলের সিঁড়ি।
গুজরাতের বিধানসভা- গান্ধীগনরে অবস্থিত, গুজরাতের বিধানসভাটি অষ্টভুজাকৃতি ছাদযুক্ত বিশাল ভবন। ভবনটি সম্পূর্ণ কংক্রিটের তৈরি ও বাইরের প্রাচীরে হালকা গোলাপি রঙের পাথর রয়েছে।