মালদ্বীপের নীল জলে সেক্সি সামান্থা: দেখুন গ্যালারি

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 01, 2020 | 8:12 AM

তাপসী পান্নু, নেহা ধুপিয়া, মৌনী রায় কয়েক মাস আগে ছুটি কাটিয়ে ফিরতে না ফিরতে অভিনেত্রীদের আরেক দল মানে রাকুলপ্রীত সিং, দিশা পাটানি এবং সামান্থা রুথ প্রভু পৌঁছে গেলেন প্যারাডাইজ আইল্যান্ডে। মালদ্বীপে।

1 / 5
আকাশ-সমুদ্র মিশে যাচ্ছে নীলে। সামান্থা দাঁড়িয়ে ফ্লোরাল প্রিন্টেড ব্যাকলেস ম্যাক্সি ড্রেস আর মাথায় হ্যাট পরে দাঁড়িয়ে সামান্থা।

আকাশ-সমুদ্র মিশে যাচ্ছে নীলে। সামান্থা দাঁড়িয়ে ফ্লোরাল প্রিন্টেড ব্যাকলেস ম্যাক্সি ড্রেস আর মাথায় হ্যাট পরে দাঁড়িয়ে সামান্থা।

2 / 5
রিল্যাক্সিং সামান্থা। পরণে সাদা ওয়ার্ডরোব। সামনে নীল জানলার কাঁচ দিয়ে নীল জল।

রিল্যাক্সিং সামান্থা। পরণে সাদা ওয়ার্ডরোব। সামনে নীল জানলার কাঁচ দিয়ে নীল জল।

3 / 5
সুইমিং পুল মিশে গেছে নীল সমুদ্রে। হাওয়া সামাল দিচ্ছে টাই-ড্রাই প্রিন্টেড সাদা ম্যাক্সি ড্রেস।

সুইমিং পুল মিশে গেছে নীল সমুদ্রে। হাওয়া সামাল দিচ্ছে টাই-ড্রাই প্রিন্টেড সাদা ম্যাক্সি ড্রেস।

4 / 5
মালদ্বীপের সাদা বালিতে সাইকেল নিয়ে পোজ দিচ্ছেন সামান্থা। পরণে পিঙ্ক ক্রপ টিশার্ট, ব্লু ডেনিম জিনস।

মালদ্বীপের সাদা বালিতে সাইকেল নিয়ে পোজ দিচ্ছেন সামান্থা। পরণে পিঙ্ক ক্রপ টিশার্ট, ব্লু ডেনিম জিনস।

5 / 5
কিছু পিকচার পারফেক্ট মোমেন্টস নিয়ে বাড়ি ফিরবেন সামান্থা। লাল-সাদা স্ট্রাইপড ড্রেসে দোলনায় বসে পোজ দিচ্ছেন তিনি।

কিছু পিকচার পারফেক্ট মোমেন্টস নিয়ে বাড়ি ফিরবেন সামান্থা। লাল-সাদা স্ট্রাইপড ড্রেসে দোলনায় বসে পোজ দিচ্ছেন তিনি।

Next Photo Gallery