Monsoon Travel Tips: পাহাড় হোক বা সমুদ্র-জঙ্গল, বর্ষায় যেখানেই যান মাথায় রাখুন এই ৫ বিষয়
Things to keep in Mind: এখন ভারতের প্রায় সবপ্রান্তেই পুরোদমে বর্ষা চলছে। বর্ষা উপভোগ করতে অনেকেই বেছে নিচ্ছেন গোয়া থেকে গোকর্ণ। সঙ্গে রয়েছে বাঙালির দিঘা, পুরী, মন্দারমণিও। তাই এই মরশুমে বেড়াতে গেলে কী-কী বিষয়ে খেয়াল রাখবেন, রইল টিপস।

অবশেষে বঙ্গে বর্ষা এল। কিন্তু বর্ষায় কোথায় পাড়ি দেওয়া যায়, তা নিয়ে হাজার পরিকল্পনা। উত্তরের দিকে গেলে ধস, প্রাকৃতিক বিপর্যয়ের ভয়। তবু ডুয়ার্সের মায়া ত্যাগ করা যায় না। তার সঙ্গে চেরাপুঞ্জি, মুন্নার যাওয়ারও হিড়িক। আবার এখন বন্যপ্রাণীদের প্রজননের সময়। তাই ভারতের জাতীয় উদ্যান, অভয়ারণ্যগুলোও বন্ধ। তাই বর্ষা উপভোগ করতে অনেকেই বেছে নিচ্ছেন গোয়া থেকে গোকর্ণ। সঙ্গে রয়েছে বাঙালির দিঘা, পুরী, মন্দারমণিও। কিন্তু এই বর্ষায় আপনি যেখানেই যান না কেন, আপনাকে মানতে হবে বিশেষ সতর্কতা। কারণ এখন ভারতের প্রায় সবপ্রান্তেই পুরোদমে বর্ষা চলছে। তাই এই মরশুমে বেড়াতে গেলে কী-কী বিষয়ে খেয়াল রাখবেন, রইল টিপস।
১) সঙ্গে বেশি পোশাক রাখুন
কখন এক পলশা বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দেবে আপনি জানেন না। তাই সঙ্গে বেশি করে জামাকাপড় রাখুন। কারণ সব জায়গায় জামাকাপড় শুকনো করতে দেওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে একটা বেশি পোশাক রাখাই ভাল। তাছাড়া তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন পোশাক নিন। উইন্ডচিটার রাখতে পারেন। বৃষ্টি ও শীত দুটো থেকেই আপনাকে রক্ষা করবে।
২) বৃষ্টির দিনে যা কিছু প্রয়োজন
সঙ্গে অবশ্যই ছাতা নেবেন। এই মরশুমে ছাতা ছাড়া বেড়াতে যাওয়া বোকামি। এছাড়া সঙ্গে রাখুন রেইনকোট। রেইনকোট সঙ্গে থাকলে বৃষ্টিকে সঙ্গী করেই আপনি ঘুরতে পারবেন। আর ওয়াটারপ্রুফ জুতো নিন। বেড়াতে গেলে চেষ্টা করুন ওয়াটারপ্রুফ স্নিকার্স, ক্লগস, বুট ব্যবহার করার।
৩) বৈদ্যুতিন যন্ত্রের খেয়াল রাখুন
বেড়াতে যাচ্ছেন মানে সঙ্গে ফোন ও ক্যামেরা থাকবেই। কিন্তু বৃষ্টির জল পড়ে সেগুলোর যাতে কোনও ক্ষতি না হয়, তার সঙ্গে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ব্যবহার শেষ হলেই পলিথিনে জড়িয়ে নিন বৈদ্যুতিন যন্ত্র। আর প্রয়োজন ছাড়া এই মরশুমে ল্যাপটপ নিয়ে না বেড়াতে যাওয়াই ভাল।
৪) জল রাখুন
বর্ষা মানেই পেটের রোগ। যেহেতু এই মরশুমে জলবাহিত রোগ বেশি হয়, তাই সঙ্গে জলের বোতল নিয়ে বেরোনোই ভাল। কিন্তু দূর ভ্রমণে বেশি জল বহন করা যায় না। সেক্ষেত্রে আপনি মিনারেল ওয়াটার কিনে খেতে পারেন।
৫) ওষুধ রাখতে ভুলবেন না
জলবাহিত রোগের পাশাপাশি এই মরশুমে ফ্লু, সর্দি-কাশির সমস্যাও হানা দেয়। তাই সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র রাখতে ভুলবেন না। পাশাপাশি কীটনাশক রাখুন। বর্ষায় পাহাড় ও জঙ্গলে জোঁকের উৎপাত সবচেয়ে বেশি। এই সমস্যা থেকে বাঁচতে নুন রাখুন সঙ্গে।
