AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুব সহজে ঘরেই বানান টমেটো কেচাপ, সময় লাগবে মাত্র ১০ মিনিট

একটু টমেটো কেচাপ থাকলে স্বাদ বেড়ে যাবে তিনগুণ। তবে বাজারে উপলদ্ধ যে সব টমেটো কেচাপ পাওয়া যায়, সেখানে কিন্তু নানা ভেজাল থাকে। তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন টমেটো কেচাপ। তৈরি করা কিন্তু খুব সহজ। রইল সহজ রেসিপি।

খুব সহজে ঘরেই বানান টমেটো কেচাপ, সময় লাগবে মাত্র ১০ মিনিট
| Updated on: Nov 03, 2025 | 7:07 PM
Share

চাউমিন হোক কিংবা সিঙ্গারা বা আলুর চপ। সঙ্গে একটু টমেটো কেচাপ থাকলে স্বাদ বেড়ে যাবে তিনগুণ। তবে বাজারে উপলদ্ধ যে সব টমেটো কেচাপ পাওয়া যায়, সেখানে কিন্তু নানা ভেজাল থাকে। তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন টমেটো কেচাপ। তৈরি করা কিন্তু খুব সহজ। রইল সহজ রেসিপি।

যা যা লাগবে—

লাল এবং শক্ত টমেটো ১ কেজি, আপেল ২ টি, পেঁয়াজ ২ টি (মাঝারি), ভিনিগার ২ বোতল, জিরেভাজা ১ চা চামচ, লবঙ্গ ভাজা এবং গুঁড়োনো ৪টি, জায়ফল ১টি (গুঁড়ো করা), লঙ্কা এবং নুন স্বাদ অনুযায়ী, চিনি ১০০ গ্রাম।

এভাবে তৈরি করুন—

একটি অ্যালুমিনিয়াম বা স্টিলের ডেকচিতে জল দিয়ে আঁচে বসান, জল বেশ ফুটে উঠলে ওতে টমেটোগুলি দিয়ে আঁচ থেকে নামান। দু-মিনিট পরে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিন, ওপরের খোসা কুঁচকে যাবে, তখন টমেটোর ছাল তুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে কাটুন। আপেলের খোসা ছাড়িয়ে ভিতরের শক্ত অংশ এবং বীজ বাদ দিয়ে টুকরো করে কাটুন। এবার পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো একসঙ্গে মিশিয়ে স্টিলের ডেকচিতে করে হালকা আঁচে সেদ্ধ করতে বসান। ক্রমাগত একটি হাতার সাহায্যে নাড়বেন, তা না হলে তলায় বসে যাবে। এবার ওতে জায়ফল গুঁড়ো, লবঙ্গ ভাজার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরেগুঁড়ো দিয়ে মিশিয়ে দশ মিনিট আঁচে বসিয়ে রাখুন। যখন টমেটো এবং আপেলের টুকরো গলে যাবে, তখন নামিয়ে ছাঁকনিতে করে ছেঁকে নিন। তারপর আবার ডেকচিতে রসটা বা ক্বাথটা দিয়ে ও সঙ্গে ভিনিগার, নুন ও চিনি দিয়ে মিশ্রণটিকে আঁচে বসান। এক পাক হয়ে যাবার পর চিনি সম্পূর্ণ গলে গেলে এবং গাঢ় হয়ে এলে আঁচ থেকে নামিয়ে গরম গরম বোতলে ভরে রাখুন। পরে ঠান্ডা হলে বোতলের মুখ বন্ধ করুন।