Egg for Hair & Skin: আঁশটে গন্ধের জন্য ডিম মাখতে চান না? এই টোটকা মানলে ত্বক ও চুল পাবেন মনের মতো

Home Remedies: দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান। কিন্তু মুখে ও চুলে ডিম মাখতে গেলেই নাক সিঁটকান। আঁশটে গন্ধের জন্য রূপচর্চায় ডিম এড়িয়ে যান। ডিমের মধ্যে থাকা প্রোটিন ও ফ্যাট, ত্বক ও চুলে কোলাজেন গঠনে সাহায্য করে। সহজ টোটকা মেনে রূপচর্চায় ডিম ব্যবহার করলে আপনিই উপকার পাবেন।

Egg for Hair & Skin: আঁশটে গন্ধের জন্য ডিম মাখতে চান না? এই টোটকা মানলে ত্বক ও চুল পাবেন মনের মতো
Follow Us:
| Updated on: May 03, 2024 | 9:00 AM

প্রোটিন শুধু পেশির কার্যকারিতা বাড়াতে কিংবা কাজ করার এনার্জি জোগাতে সাহায্য করে না। সুন্দর ত্বক ও মজবুত চুলের জন্যও প্রোটিন জরুরি। দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে ডিম খান। কিন্তু মুখে ও চুলে ডিম মাখতে গেলেই নাক সিঁটকান। আঁশটে গন্ধের জন্য রূপচর্চায় ডিম এড়িয়ে যান। ডিমের মধ্যে থাকা প্রোটিন ও ফ্যাট, ত্বক ও চুলে কোলাজেন গঠনে সাহায্য করে। সহজ টোটকা মেনে রূপচর্চায় ডিম ব্যবহার করলে আপনিই উপকার পাবেন।

গরমে ত্বকের যত্নে যে ভাবে ডিম ব্যবহার করবেন:

শুষ্ক ত্বকের জন্য- এক চা চামচ মধুর সঙ্গে ডিমের কুসুম ভাল করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য- ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে মুখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কারের পাশাপাশি ওপেন পোরস ও ব্রণর সমস্যাও দূর করে দেবে।

স্বাভাবিক ত্বকের জন্য- ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে মুখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে পরিষ্কার রাখতে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

চুলের যত্নে যে ভাবে ডিম ব্যবহার করবেন:

ডিম এবং অলিভ অয়েল- ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে এই মিশ্রণটি চুলে লাগান। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। এই হেয়ার কন্ডিশনার শুষ্ক চুলের সমস্যা দূর করতে সাহায্য করবে।

ডিম এবং টক দই- টক দইয়ের সঙ্গে ডিমের কুসুম ভাল করে ফেটিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুলের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে।