Vastu Tips: সন্ধেবেলা ঘর ঝাড়ু দিচ্ছেন? অজান্তে অমঙ্গল ডেকে আনছেন না তো!
সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরে আপনি কি ঘরে ঝাড়ু দেন? তা হলে কিন্তু বিপদ ধেয়ে আসতে পারে আপনার পরিবারে। কেন একথা বলা হচ্ছে?

সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরে আপনি কি ঘরে ঝাড়ু দেন? তা হলে কিন্তু বিপদ ধেয়ে আসতে পারে আপনার পরিবারে। কেন একথা বলা হচ্ছে? মনে হতেই পারে বাড়িঘর পরিষ্কার করা তো স্বাভাবিক একটা বিষয়। শুধু তাই নয়, এও বলা হয় যে ঘরদোর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলে দেব-দেবীরা প্রসন্ন হয়। বাস্তুশাস্ত্রে এ বিষয়ে বলা আছে। তবে সন্ধেবেলা ঘরদোরে ঝাড়ু দিতে নেই। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে এর কারণ।
সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাঁট দিলে কী হয়?
বাস্তুশাস্ত্র মতে, ঘর-বাড়িতে ঝাড়ু দেওয়ার সঠিক সময় হল সূর্যোদয়ের পর। অর্থাৎ সকালে। এমনটা বলা হয়, ওই সময় ঝাড়ু দিলে বাড়িতে লক্ষ্মী দেবী আসেন। একইসঙ্গে বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পরে ঝাড়ু দিতে নেই। এবং কোনও রকম আবর্জনা ঘরের বাইরে ফেলতে নেই। তা অশুভ। এমন কাজ করলে কী হয়? বাস্তুশাস্ত্র বলছে, যদি কেউ এ কাজ করেন, তা হলে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনে বাধা আসে।
বেশ কিছু সংস্কৃতি ও বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা করা হয়, সূর্য অস্তাচলে যাওয়ার পর কেউ বাড়িতে ঝাড়ু দিলে বা আবর্জনা বাড়ি থেকে বাইরে ফেলে দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এখানেই শেষ নয়, সেই বাড়িতে নাকি দারিদ্র্য আসে। অর্থনৈতিক সমস্যা প্রবলভাবে বেড়ে যায়। আর নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে। বহু দূরে চলে যায় ইতিবাচক শক্তি।
যদি একান্তই সন্ধেতে ঘরদোরে ঝাঁট দিতে হয়, তাহলে বাড়ি থেকে জড়ো হওয়া ধুলো-বালি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার কথা বলে থাকেন অনেকে। সকালে ঘুম থেকে উঠে সেগুলে বাড়ির বাইরে ফেলতে হবে। এ কাজ করলে কোনও অমঙ্গল জীবনে কালো ছায়া ফেলতে পারবে না।
