Snake Plant: বাড়িতে স্নেক প্ল্যান্ট রয়েছে, ঠিক জায়গায় রেখেছেন তো? নইলে কিন্তু বিপদ আসবে আচমকা!
Vastu Shastra: বাস্তুশাস্ত্র মতে স্নেক প্ল্যান্ট বাড়ির সঠিক জায়গায় রাখলে ধনসম্পদ ফুলে ফেঁপে উঠবে। আপনার বাড়িতে স্নেক প্ল্যান্ট রয়েছে নাকি? জানেন এই গাছ কোথায় রাখা শুভ?

বাস্তুশাস্ত্র মতে বাড়ির ভেতর বেশ কয়েকটি গাছ রাখা অত্যন্ত শুভ। আজকাল ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকে বাড়িতে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট রাখেন। এই সকল গাছগুলির যোগ কিছু না কিছু ভাবে ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে বাস্তুশাস্ত্র মতে যদি বাড়ির সঠিক জায়গায় এই গাছগুলি না রাখা হয়, তা হলে সংসারে অশান্তি নেমে আসে। আপনার বাড়িতে কি রয়েছে স্নেক প্ল্যান্ট? তা হলে জেনে নিন এটি কোথায় রাখবেন।
বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখলে কী হয়?
বাস্তুশাস্ত্র মতে বাড়িতে স্নেক প্ল্যান্ট রাখা সাধারণত শুভ বলে মনে করা হয়। তবে তা যদি সঠিক দিকে ও সঠিকভাবে রাখা হয়। এই গাছ দিন-রাত দুই সময়ই অক্সিজেন ছাড়ে, যা ঘরের বায়ু বিশুদ্ধ রাখে। এ ছাড়া স্নেক প্ল্যান্ট পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসে। নেতিবাচক শক্তি শোষণ করে, মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। ধন-সম্পদের প্রবাহ ঠিক রাখতে স্নেক প্ল্যান্টের জুড়ি মেলা ভার। বিশ্বাস করা হয়, সঠিক স্থানে এই গাছ রাখলে আর্থিক স্থিতি বাড়ে ও কর্মজীবনে উন্নতি আনে।
কোন দিকে রাখবেন এই গাছ? বাড়ির পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ রাখলে অর্থলাভ ও সমৃদ্ধি বেশি হয়। এই গাছটি ড্রয়িং রুম বা অফিস ডেস্কেও রাখতে পারেন। তাতে ইতিবাচক শক্তি বজায় থাকে।
উল্লেখ্য, শোওয়ার ঘরে খুব বেশি গাছ রাখা ঠিক নয়, তবে স্নেক প্ল্যান্ট ব্যতিক্রম কারণ এটি রাতে অক্সিজেন দেয়। এই গাছের পাতা শুকিয়ে গেলে বা পাতা হলদেটে হয়ে গেলে তৎক্ষণাৎ কেটে ফেলতে হবে, না হলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
