AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gardening in Winter: ঠান্ডা হাওয়ায় ফুলের মেলা, শীতের বাগানে কোন গাছ রাখবেন জেনে নিন

শহরের ছোট বারান্দা হোক বা গ্রামের উঠোন... সঠিক গাছ বেছে নিলেই শীতকালকে (Winter) করা যায় রঙ ও ঘ্রাণে ভরপুর। চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক শীতকালে আপনার বাগানের শোভা বাড়াতে পারে কোন কোন ফুলের গাছ।

Gardening in Winter: ঠান্ডা হাওয়ায় ফুলের মেলা, শীতের বাগানে কোন গাছ রাখবেন জেনে নিন
ঠান্ডা হাওয়ায় ফুলের মেলা, শীতের বাগানে কোন গাছ রাখবেন জেনে নিনImage Credit: Alina Kostrytsia/Moment/Getty Images
| Updated on: Nov 07, 2025 | 9:34 PM
Share

শীত মানেই শুধু উলের পোশাক বা কুয়াশা নয়। এই সময়টাই কিন্তু ফুল ফোটার আদর্শ ঋতু। সকালবেলার ঠান্ডা হাওয়ায় যদি বাগান ভরে ওঠে রঙিন ফুলে, তাতে মনটাও মুহূর্তে ভাল হয়ে যায়। শহরের ছোট বারান্দা হোক বা গ্রামের উঠোন… সঠিক গাছ বেছে নিলেই শীতকালকে (Winter) করা যায় রঙ ও ঘ্রাণে ভরপুর। চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক শীতকালে আপনার বাগানের (Gardening) শোভা বাড়াতে পারে কোন কোন ফুলের গাছ।

শীতের বাগানে মানানসই ফুলের গাছ নিয়ে নিম্নে আলোচনা করা হল—

গাঁদা:

সহজে চাষযোগ্য। রোদপ্রেমী এই ফুল শীতকালের সবচেয়ে জনপ্রিয় সঙ্গী। হলুদ, কমলা রঙের গাঁদা বাগানে এনে দেয় উৎসবের আমেজ।

চন্দ্রমল্লিকা:

নানা রঙের পাপড়ি ও লম্বা ফোটা সময়ের জন্য এই ফুল শীতের রাজা বলা যায়। বাগান বা বারান্দা দু’জায়গাতেই মানায়।

পিটুনিয়া:

ছোট্ট টবেই সহজে বাড়ে। আর নানা রঙের পাপড়ি যে কারও মন জয় করে নেয়। নিয়মিত রোদ আর জল দিলেই বেশ ভাল থাকে।

গোলাপ:

প্রেম ও সৌন্দর্যের প্রতীক এই ফুল শীতকালে সবচেয়ে বেশি ফোটে। নিয়মিত ছাঁটাই আর জৈব সার ব্যবহার করলে গাছ সুস্থ থাকে।

অ্যাস্টার:

তারকার মতো ফুলগুলো রোদে ঝলমল করে। ঠান্ডা আবহাওয়ায় বেশ ভাল টিকে থাকে এবং টব বা ছোট বেডে লাগানো যায়।

ডায়ানথাস:

গোলাপি, লাল, সাদা রঙের এই ফুল শীতকালে দীর্ঘদিন টেকে এবং খুব কম যত্নেই ফোটে।

জারবেরা:

উজ্জ্বল, বড় আকৃতির ফুল বাড়ির লনে রঙের ছোঁয়া আনে। সামান্য ছায়া ও পর্যাপ্ত জল পেলে দারুণ ফোটে।

প্যানসি:

ঠান্ডা সহ্য করতে পারা এই ফুলে নানা রঙের মিশ্রণ দেখা যায়। শীতের সকালকে করে তোলে আরও উজ্জ্বল।

স্ন্যাপড্রাগন:

লম্বা ডাঁটির ফুলগুলো বাগানে উচ্চতা ও বৈচিত্র্য আনে। শীতের মৃদু রোদে খুব ভাল ফোটে।

যত্ন নেবেন যেভাবে —

  • গাছগুলিকে এমন জায়গায় রাখুন যেখানে সকালে সূর্যের আলো পড়বে।
  • অতিরিক্ত জল দেবেন না। কারণ ঠান্ডায় মাটি ভিজে থাকলেই যথেষ্ট।
  • শুকনো পাতা ও মরা ফুল নিয়মিত ছেঁটে ফেলুন।
  • প্রতি ১০–১২ দিনে জৈব সার দিন।

শীতকালের বাগান শুধু চোখের আরাম নয়, মনেরও শান্তি। রঙিন ফুলের মাঝে দিন শুরু হলে মন প্রফুল্ল থাকে, বাড়ির পরিবেশও হয়ে ওঠে প্রাণবন্ত। তা হলে আর দেরি না করে প্ল্যান করে নিন এ বারের শীতে আপনার বাগান সাজাবেন কোন কোন নতুন ফুল গাছ দিয়ে।