বেনারসী (Benarasi Saree) আসলে একটা অনুভূতির নাম। আধুনিকতা নিয়ে আমরা সচেতন বটে, কিন্তু ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন জরুরি বৈকি। তাই ফ্যাশন ট্রেন্ডে বেনারসী কখনও পিছিয়ে পড়ে না। সদ্য একটি অনুষ্ঠানে বেনারসী পরেছিলেন অভিনেত্রী সায়নী গুপ্ত (Sayani Gupta)। না! কোনও বিয়েবাড়ি বা পার্টি নয়। তবুও বেনারসী ক্যারি করতে এতটুকু অসুবিধে হয়নি তাঁর। বরং ফ্যাশনিস্তারা মনে করছেন, এমন একটা কালেকশন সকলের ওয়ার্ড্রোবে থাকা উচিত।
সায়নীর শাড়ির রং সবার আগে আলাদা করে নজর কেড়ে নিচ্ছে। বুটিদার শাড়িতে রয়েছে ঘন জরির পাড়। ফুল হাতা ব্লাউজ দিয়ে পরেছেন অভিনেত্রী। এতে আলাদা আভিজাত্য যোগ হয়েছে। পাশাপাশি শীতের আবহাওয়ার কথা মাথায় রাখলে ফ্যাশনের সঙ্গে সঙ্গে ঠাণ্ডাও আটকাবে। তবে শাড়ির নিজস্ব ব্লাউজ নয়, বরং আলাদা করে ভেলভেট ব্লাউজ ক্যারি করেছেন তিনি। আর এখানেই ট্র্যাডিশনালের ঘরানা থেকে বেরিয়ে কিছুটা আলাদা হয়ে গেল সাজ।
আরও পড়ুন, শীতের বিয়েবাড়িতে লেহেঙ্গা পরেও ঠাণ্ডা আটকাবেন কীভাবে?
সায়নীর গয়নাতেও রয়েছে অভিনবত্ব। ভারী চোকার পরেছেন তিনি। এর ফলে আলাদা করে দুল পরতে হয়নি। সকলের নজর যাবে গলার দিকে। হালকা মেকআপে মাসকারা এবং ঠোঁটের সাজে নজর দিয়েছেন তিনি। তবে ছোট্ট টিপ লুকটাকেই কমপ্লিমেন্ট করছে। সায়নীর মতো এমন ছোট চুল হলেও আপনি অনায়াসে পরতে পারেন ট্র্যাডিশনাল বেনারসী। শুধু নিজের সাজ নিয়ে কনফিডেন্ট থাকতে হবে, সেটাই আসল।
আরও পড়ুন, ভুঁড়ি লুকোতে ট্রাই করুন এই সব ড্রেস
এই ধরনের লুকের সঙ্গে সামান্য এক্সপেরিমেন্টও করতে পারেন। শীতকালের পার্টিতে ফুলহাতা হাইনেক সোয়েটার দিয়ে পরুন এমন শাড়ি। দারুণ মানাবে। শাড়ি এবং সোয়েটারের রং কনট্রাস্ট করে নেবেন। সেক্ষেত্রে গলায় কোনও গয়না নয়। বরং কানে লম্বা দুল বা হাফ ঝুমকো ট্রাই করুন।