Wolf Moon: ১৩ জানুয়ারি আকাশে দেখা যাবে ‘উলফ মুন’, নেকড়ের সঙ্গে এই চাঁদের যোগ কোথায়?

Astronomical Event: এ বছর প্রথম পূর্ণ চাঁদ দেখা যাবে ১৩ জানুয়ারি। যা 'উলফ মুন' নামে পরিচিত। চাঁদের নামের সঙ্গে নেকড়ের কী যোগ? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। জানেন কেন এই অদ্ভুত নাম পেয়েছে এই সময়ের পূর্ণ চাঁদ?

| Updated on: Jan 12, 2025 | 3:01 PM
২০২৫ সালের ১৩ জানুয়ারি এক বিশেষ দিন। এই দিন আকাশে দেখা যাবে 'উলফ মুন।' এই চাঁদের নাম শুনলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, চাঁদের সঙ্গে নেকড়ের নাম কেন জুড়েছে? (Photos Credit: Canva)

২০২৫ সালের ১৩ জানুয়ারি এক বিশেষ দিন। এই দিন আকাশে দেখা যাবে 'উলফ মুন।' এই চাঁদের নাম শুনলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, চাঁদের সঙ্গে নেকড়ের নাম কেন জুড়েছে? (Photos Credit: Canva)

1 / 8
আসলে বিজ্ঞানীরা প্রতি বছরের প্রথম পূর্ণিমার চাঁদকে 'উলফ মুন' হিসেবে চিহ্নিত করেন। এর নেপথ্যে এক ইতিহাস রয়েছে। জানেন তা কী? (Photos Credit: Pixabay)

আসলে বিজ্ঞানীরা প্রতি বছরের প্রথম পূর্ণিমার চাঁদকে 'উলফ মুন' হিসেবে চিহ্নিত করেন। এর নেপথ্যে এক ইতিহাস রয়েছে। জানেন তা কী? (Photos Credit: Pixabay)

2 / 8
শীতের তীব্রতা এবং গভীর রাতে শৈত্যপ্রবাহের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোতে এক দৃশ্য খুব পরিচিত। বরফে ঢেকে যাওয়া পাহাড়ে অনেক সময় নেকড়ে ডেকে উঠত। এর যোগ রয়েছে এই 'উলফ মুন' নামের সঙ্গে। (Photos Credit: Pixabay)

শীতের তীব্রতা এবং গভীর রাতে শৈত্যপ্রবাহের মধ্যে পূর্ণিমার চাঁদের আলোতে এক দৃশ্য খুব পরিচিত। বরফে ঢেকে যাওয়া পাহাড়ে অনেক সময় নেকড়ে ডেকে উঠত। এর যোগ রয়েছে এই 'উলফ মুন' নামের সঙ্গে। (Photos Credit: Pixabay)

3 / 8
উত্তর ও পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের আলগনকুইন উপজাতিরা শীতের রাতে নেকড়ের এই ভাবে ডাকার কারণে চাঁদটির নাম দিয়েছিল 'উলফ মুন'। বিশ্বজুড়ে পরবর্তীতে সেটিই প্রচলিত হয়। (Photos Credit: Getty Images)

উত্তর ও পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের আলগনকুইন উপজাতিরা শীতের রাতে নেকড়ের এই ভাবে ডাকার কারণে চাঁদটির নাম দিয়েছিল 'উলফ মুন'। বিশ্বজুড়ে পরবর্তীতে সেটিই প্রচলিত হয়। (Photos Credit: Getty Images)

4 / 8
ভারতের আকাশে এ বছরের প্রথম পূর্ণিমা সোমবার, ১৩ জানুয়ারি দেখা যাবে। বিকেল ৫.২৬ মিনিটের পর তা দৃশ্যমান হওয়ার কথা। বেশ কিছু জায়গায় তা পরিষ্কার দেখা নাও যেতে পারে। (Photos Credit: Canva)

ভারতের আকাশে এ বছরের প্রথম পূর্ণিমা সোমবার, ১৩ জানুয়ারি দেখা যাবে। বিকেল ৫.২৬ মিনিটের পর তা দৃশ্যমান হওয়ার কথা। বেশ কিছু জায়গায় তা পরিষ্কার দেখা নাও যেতে পারে। (Photos Credit: Canva)

5 / 8
চিন্তার কিছু নেই অবশ্য। কারণ ১৪ জানুয়ারি, মঙ্গলবারও আকাশে জ্বলজ্বল করবে উলফ মুন। সন্ধেবেলায় পূর্ব আকাশে উলফ মুন কর্কট রাশিতে উপস্থিত হবে। একেবারে মঙ্গল গ্রহের কাছে উজ্জ্বল হবে। (Photos Credit: Pixabay)

চিন্তার কিছু নেই অবশ্য। কারণ ১৪ জানুয়ারি, মঙ্গলবারও আকাশে জ্বলজ্বল করবে উলফ মুন। সন্ধেবেলায় পূর্ব আকাশে উলফ মুন কর্কট রাশিতে উপস্থিত হবে। একেবারে মঙ্গল গ্রহের কাছে উজ্জ্বল হবে। (Photos Credit: Pixabay)

6 / 8
সোমবার অর্থাৎ ১৩ জানুয়ারি স্পষ্ট 'উলফ মুন' দেখা না যাওয়ার অন্যতম কারণ কী? আগামিকাল সূর্যাস্তের সময় এই চাঁদ উঠবে। তাই আকাশে পরিষ্কার 'উলফ মুন' দেখা যাবে না। (Photos Credit: Pixabay)

সোমবার অর্থাৎ ১৩ জানুয়ারি স্পষ্ট 'উলফ মুন' দেখা না যাওয়ার অন্যতম কারণ কী? আগামিকাল সূর্যাস্তের সময় এই চাঁদ উঠবে। তাই আকাশে পরিষ্কার 'উলফ মুন' দেখা যাবে না। (Photos Credit: Pixabay)

7 / 8
চাঁদের একাধিক নাম রয়েছে। সুপার মুন, ব্লাড মুন, ব্লু মুন, সুপার ব্লাড ব্লু মুন, ব্ল্যাক মুন --- এই সকল নাম অনেকের জানা। তবে উলফ মুন নাম কি শুনেছেন? (Photos Credit: Getty Images)

চাঁদের একাধিক নাম রয়েছে। সুপার মুন, ব্লাড মুন, ব্লু মুন, সুপার ব্লাড ব্লু মুন, ব্ল্যাক মুন --- এই সকল নাম অনেকের জানা। তবে উলফ মুন নাম কি শুনেছেন? (Photos Credit: Getty Images)

8 / 8
Follow Us: