TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 25, 2022 | 2:13 PM
আসিন - একাধিক বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করছিলেন আসিন। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির নাম 'গজনি' ও 'খিলাড়ি ৭৮৬'। বিয়ে করে সিনেমা জগৎ থেকে এক্কেবারে সরে আসেন অভিনেত্রী। তাঁর শেষ অভিনীত ছবির নাম 'অল ইজ় ওয়েল'। ২০১৫ সালে মুক্তি পায় সেই ছবি।
ইমরাখ খান - বলিউড, তথা ভারতীয় সিনেমার চটোলেট বয় হিসেবেই তিনি পরিচিত। ২০১৫ সালের পর থেকে আর তাঁকে সিনেমায় দেখা যায়নি। শেষ অভিনীত ছবির নাম ছিল 'কাট্টি বাট্টি'। ২০১৮ সালে পরিচালনার কাজেও যুক্ত হয়েছিলেন। তৈরি করেছিলেন 'মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া' নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। তারপর থেকে কোনও ধরনের বলিউড প্রজেক্টের সঙ্গে তাঁকে আর যুক্ত গতে দেখা যায়নি। তিনি আমির খানের আত্মীয়। লাইমলাইট থেকে সরে আসার পর তাঁর ব্যক্তি জীবনেও এর প্রভাব পড়ে বলে খবর।
প্রীতি জ়িন্টা - ২০১৮ সালে 'ভাইয়াজ়ি সুপারহিট' ছবিতে অভিনয়ের পর একপ্রকার হারিয়েই গেলেন প্রীতি জ়িন্টা। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। সেই তালিকা দীর্ঘ। এই মুহূর্তে স্বামী ও যমজ সন্তানদের সঙ্গে সুখে সংসার করছেন প্রীতি।
সাহিল খান - সহ-অভিনেতা শরমন যোশীর সঙ্গে 'স্টাইল' ছবিতে অভিষেক হয়েছিল সাহিল খানেরও। শরমন অনেকটা পথ এগিয়ে এসে এই মুহূর্তে বলিউডের পরিচিত মুখ। কিন্তু সাহিলকে আর খুঁজে পাওয়া যায় না। তাঁকে শেষবার দেখা যায় ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত 'রাম্মা: দ্য সেভিয়ার' ছবিতে।
তনুশ্রী দত্ত - '২০১০' সালে 'অ্যাপার্টমেন্ট' ছবিতেই শেষবার দেখা যায় বলিউডের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তকে। তাঁর অভিনীত 'আশিক বনায়া আপনে' ছবি তনুশ্রীর পারফরম্যান্স পুরুষমনে হিল্লোল তুলেছিল। ভারতে মিটু মুভমেন্টের অন্যতম মুখ তনুশ্রী। অভিযোগ তুলেছিলেন অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে।
টুইঙ্কল খান্না - রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার কন্যা। অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কলকে শেষবার দেখা যায় 'লাভ কে লিয়ে কুছ ভি করেগা' ছবিতে। ছবি মুক্তি পায় ২০০১ সালে। একাধিক ছবি প্রযোজনা করেছেন। ২০১৮ সালে অক্ষয় অভিনীয় 'প্যাডম্যান' ছবিটি প্রযোজনা করেছিলেন টুইঙ্কল।
উদয় চোপড়া - শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত 'মহব্বতেঁ' ছবিতে তিনি জ্বলজ্বল করেছেন স্ক্রিনে। তাঁকে দেখা যায় 'নীল অ্যান্ড নিকি' ছবিতেও। তার শেষ অভিনীত ছবি 'ধুম থ্রি'।
জ়ায়রা ওয়াসিম - বলিউডের দুর্দান্ত আবিষ্কার অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম। তাঁর অভিনয় দেখে এককথায় সকলে স্বীকার করেছিলেন বলিউড দারুণ এক পারফর্মারকে পেয়েছে। কিন্তু কেরিয়ার শুরু হতে না-হতেই ধার্মিক কারণে ছবি থেকে সরে আসেন জ়ায়রা। তাঁকে দেখা যায় 'দঙ্গল', 'সিক্রেট সুপারস্টার', 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর মতো ছবিতে।
জ়ায়েদ খান - 'দস' ছবিতে অভিনয় করেছেন জ়ায়েদ। শেষ অভিনয় করেন ২০১৫ সালে। শাহরুখ খান অভিনীত 'ম্যায় হু না' ছবিতে তাঁর পারফরম্যান্স কেউ ভুলত পারেনি আজও।