Bengali Film: সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’র প্রস্তুতি শুরু

Bengali Film: সোহম সুস্মিতা ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় এবং দীপঙ্কর দে-র অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি।

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 3:08 PM
‘পাকা দেখা’। এ বার ‘পাকা দেখা’র তোড়জোড় শুরু হল টলিপাড়ার। নেপথ্যে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায় এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

‘পাকা দেখা’। এ বার ‘পাকা দেখা’র তোড়জোড় শুরু হল টলিপাড়ার। নেপথ্যে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায় এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

1 / 7
সোহম সুস্মিতা ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় এবং দীপঙ্কর দে-র অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি।

সোহম সুস্মিতা ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় এবং দীপঙ্কর দে-র অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি।

2 / 7
জিৎ গঙ্গোপাধ্যায়।

জিৎ গঙ্গোপাধ্যায়।

3 / 7
চিত্রনাট্য অনুযায়ী অফিস পাড়ায় আলাপ হয় জয়ের সঙ্গে তিয়াশা'র। জয় ব্যাঙ্ক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা তার দৈনন্দিন জীবন। অন্যদিকে আই টি সেক্টরে কাজ করেন তিয়াশা।

চিত্রনাট্য অনুযায়ী অফিস পাড়ায় আলাপ হয় জয়ের সঙ্গে তিয়াশা'র। জয় ব্যাঙ্ক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা তার দৈনন্দিন জীবন। অন্যদিকে আই টি সেক্টরে কাজ করেন তিয়াশা।

4 / 7
তিয়াশা কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারেন না। এ দিকে তিয়াশার বাবা জয়কে তাঁর জামাই করতে চান। সেই সূত্রে দুই পরিবারে পাকা দেখা।

তিয়াশা কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারেন না। এ দিকে তিয়াশার বাবা জয়কে তাঁর জামাই করতে চান। সেই সূত্রে দুই পরিবারে পাকা দেখা।

5 / 7
এই ছবির মাধ্যমেই সোহম এবং সুস্মিতার মতো নতুন জুটিকে পাবে টলিউড।

এই ছবির মাধ্যমেই সোহম এবং সুস্মিতার মতো নতুন জুটিকে পাবে টলিউড।

6 / 7
অঙ্কুশ, ঐন্দ্রিলাকে নিয়েও একটি ছবি তৈরি করছেন প্রেমেন্দু বিকাশ চাকী। পাশাপাশি এই ছবিতেও তাঁর কাছে প্রত্যাশা বাড়ল ইন্ডাস্ট্রির।

অঙ্কুশ, ঐন্দ্রিলাকে নিয়েও একটি ছবি তৈরি করছেন প্রেমেন্দু বিকাশ চাকী। পাশাপাশি এই ছবিতেও তাঁর কাছে প্রত্যাশা বাড়ল ইন্ডাস্ট্রির।

7 / 7
Follow Us: