Tollywood Throwback: কার ভয়ে সাবিত্রীর বাথরুমে সারারাত লুকিয়ে ছিলেন উত্তমকুমার?

Tollywood Throwback:ইন্ডাস্ট্রিতে কত কিছু ঘটে, কত কিছু রটেও। তার মধ্য কয়েক শতাংশ সামনে আসে। বাকি থেকে যায় অন্তরালেই। বহু বছর পর মেলে হদিশ। এমনই এক ঘটনা ঘটেছিল উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

| Edited By: | Updated on: Feb 13, 2023 | 10:46 AM
ইন্ডাস্ট্রিতে কত কিছু ঘটে, কত কিছু রটেও। তার মধ্য কয়েক শতাংশ সামনে আসে। বাকি থেকে যায় অন্তরালেই। বহু বছর পর মেলে হদিশ। এমনই এক ঘটনা ঘটেছিল উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

ইন্ডাস্ট্রিতে কত কিছু ঘটে, কত কিছু রটেও। তার মধ্য কয়েক শতাংশ সামনে আসে। বাকি থেকে যায় অন্তরালেই। বহু বছর পর মেলে হদিশ। এমনই এক ঘটনা ঘটেছিল উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

1 / 8
একবার সাবিত্রীর বাড়িতে গিয়ে নাকি চরম অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সারারাত কাটাতে হয়েছিল অভিনেত্রীর বাড়ির বাথরুমে।

একবার সাবিত্রীর বাড়িতে গিয়ে নাকি চরম অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সারারাত কাটাতে হয়েছিল অভিনেত্রীর বাড়ির বাথরুমে।

2 / 8
বহু বছর পর সে কথা ফাঁস করেছেন সাবিত্রী নিজেই। জানিয়েছেন, সফলতা পেয়ে গেলেও তাঁর বাবার ছিল এক কড়া নিয়ম।

বহু বছর পর সে কথা ফাঁস করেছেন সাবিত্রী নিজেই। জানিয়েছেন, সফলতা পেয়ে গেলেও তাঁর বাবার ছিল এক কড়া নিয়ম।

3 / 8
রাত দশটার মধ্যে বাড়ির প্রতিটি সদস্যকে বাড়ি ফিরতেই হবে বলে আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সাবিত্রীর ক্ষেত্রে প্রায়শই তার অন্যথা দেখে দিত। আর এতেই বাবা-মেয়ে বাঁধত অশান্তি। বাড়ির গেটে নিজের হাতে তালা দেওয়া না পর্যন্ত শান্তি পেতেন না সাবিত্রীর বাবা।

রাত দশটার মধ্যে বাড়ির প্রতিটি সদস্যকে বাড়ি ফিরতেই হবে বলে আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সাবিত্রীর ক্ষেত্রে প্রায়শই তার অন্যথা দেখে দিত। আর এতেই বাবা-মেয়ে বাঁধত অশান্তি। বাড়ির গেটে নিজের হাতে তালা দেওয়া না পর্যন্ত শান্তি পেতেন না সাবিত্রীর বাবা।

4 / 8
একবার তাঁর বাড়িতে এসেছিলেন উত্তমকুমার। কিন্তু দশটা বেজে যাওয়ায় তাঁর আর বের হওয়া হয়নি।

একবার তাঁর বাড়িতে এসেছিলেন উত্তমকুমার। কিন্তু দশটা বেজে যাওয়ায় তাঁর আর বের হওয়া হয়নি।

5 / 8
কিন্তু ততক্ষণে নাকি সদর দরজায় পড়ে গিয়েছে তালা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা জেনে গেলে যা আর রক্ষে নেই।

কিন্তু ততক্ষণে নাকি সদর দরজায় পড়ে গিয়েছে তালা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা জেনে গেলে যা আর রক্ষে নেই।

6 / 8
বাধ্য হয়েই অভিনেত্রীর বাড়ির বাথরুমে সারারাত কাটান তিনি। সাবিত্রীর কথায়, "বাথরুমে ঢুকে হঠাই বলেন, সাবু আমি এখানে। বাবাকে খুব ভয় পেতেন যে।’

বাধ্য হয়েই অভিনেত্রীর বাড়ির বাথরুমে সারারাত কাটান তিনি। সাবিত্রীর কথায়, "বাথরুমে ঢুকে হঠাই বলেন, সাবু আমি এখানে। বাবাকে খুব ভয় পেতেন যে।’

7 / 8
যতই মহানায়ক হন না কেন, বাবা-মায়ের শাসনের কাছে সবাই যে পরাজিত তা যেন এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ পেয়েছিল আরও একবার।

যতই মহানায়ক হন না কেন, বাবা-মায়ের শাসনের কাছে সবাই যে পরাজিত তা যেন এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ পেয়েছিল আরও একবার।

8 / 8
Follow Us: