AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Unknown Facts: অভিষেক নন, কোন জনপ্রিয় তারকাকে বাবা ভাবে ছোট্ট আরাধ্যা?

Bollywood: বচ্চন পরিবারের নয়নের মণি সে। সকলের প্রিয়, সকলের আদরের। কথা হচ্ছে আরাধ্যার। সম্পর্কে যিনি অমিতাভ বচ্চনের নাতনি আর অভিষেক-ঐশ্বর্যের একমাত্র মেয়ে। এ হেন আরাধ্যা একবার বলিউডের এক হ্যান্ডসাম হাঙ্ককে নিজের বাবা ভেবে ভুল করে ঘটিয়ে ফেলে এক কাণ্ড।

| Edited By: | Updated on: Aug 26, 2022 | 3:42 PM
Share
বচ্চন পরিবারের নয়নের মণি সে। সকলের প্রিয়, সকলের আদরের। কথা হচ্ছে আরাধ্যার। সম্পর্কে যিনি অমিতাভ বচ্চনের নাতনি আর অভিষেক-ঐশ্বর্যের একমাত্র মেয়ে। এ হেন আরাধ্যা একবার বলিউডের এক হ্যান্ডসাম হাঙ্ককে নিজের বাবা ভেবে ভুল করে ঘটিয়ে ফেলে এক কাণ্ড।

বচ্চন পরিবারের নয়নের মণি সে। সকলের প্রিয়, সকলের আদরের। কথা হচ্ছে আরাধ্যার। সম্পর্কে যিনি অমিতাভ বচ্চনের নাতনি আর অভিষেক-ঐশ্বর্যের একমাত্র মেয়ে। এ হেন আরাধ্যা একবার বলিউডের এক হ্যান্ডসাম হাঙ্ককে নিজের বাবা ভেবে ভুল করে ঘটিয়ে ফেলে এক কাণ্ড।

1 / 5
মা ঐশ্বর্যার এক সিনেমার শুটিং চলছিল। হাজির ছিল ছোট্ট আরাধ্যাও। সেখানেই সোফায় এক ব্যক্তিকে  বসে থাকতে দেখে সে। মাথায় টুপি, গায়ে জ্যাকেট।

মা ঐশ্বর্যার এক সিনেমার শুটিং চলছিল। হাজির ছিল ছোট্ট আরাধ্যাও। সেখানেই সোফায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখে সে। মাথায় টুপি, গায়ে জ্যাকেট।

2 / 5
আরাধ্যার দেখে মনে হয়েছিল যেন বাবাই বসে রয়েছেন। একছুট্টে সেই ব্যক্তির কাছে গিয়ে পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে ছোট্ট আরাধ্যা। কিন্তু সেই ব্যক্তি মুখ ঘোরাতেই এ কী কাণ্ড! বাবা তো নয়। বসে আছেন অন্য এক জনপ্রিয় তারকা।

আরাধ্যার দেখে মনে হয়েছিল যেন বাবাই বসে রয়েছেন। একছুট্টে সেই ব্যক্তির কাছে গিয়ে পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে ছোট্ট আরাধ্যা। কিন্তু সেই ব্যক্তি মুখ ঘোরাতেই এ কী কাণ্ড! বাবা তো নয়। বসে আছেন অন্য এক জনপ্রিয় তারকা।

3 / 5
কে তিনি? তিনি রণবীর কাপুর। ঐশ্বর্য ও রণবীর একসঙ্গে কাজ করেছিলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে। ওই ছবিতে অতিথি শিল্পী হিসেবে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট্ট আরাধ্যা রণবীরকে পিছন থেকে দেখে ভেবেছিল বাবাই বুঝি হাজির মায়ের সেটে।

কে তিনি? তিনি রণবীর কাপুর। ঐশ্বর্য ও রণবীর একসঙ্গে কাজ করেছিলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে। ওই ছবিতে অতিথি শিল্পী হিসেবে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট্ট আরাধ্যা রণবীরকে পিছন থেকে দেখে ভেবেছিল বাবাই বুঝি হাজির মায়ের সেটে।

4 / 5
সবটা ফাঁস হতে সেট জুড় হাসির রোল। ঘটনাস্থলে উপস্থিত করণ জোহরের মা হিরু জোহরও রণবীরকে বলেছিলেন, "তুমি সত্যি চার্মার'। এই গোটা ঘটনাটিই পরবর্তীতে সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন ঐশ্বর্য নিজেই।

সবটা ফাঁস হতে সেট জুড় হাসির রোল। ঘটনাস্থলে উপস্থিত করণ জোহরের মা হিরু জোহরও রণবীরকে বলেছিলেন, "তুমি সত্যি চার্মার'। এই গোটা ঘটনাটিই পরবর্তীতে সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন ঐশ্বর্য নিজেই।

5 / 5