জঞ্জাল থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে বুকে আগলে ধরেন মিঠুন, বদলে যায় দিশানীর ভাগ্য

Sneha Sengupta |

Feb 19, 2024 | 5:16 PM

Mithun-Dishani: বাবা-মা ফেলে দিয়েছিল জঞ্জালে। সেই মেয়েকে কুড়িয়ে পাওয়া যায়। খোঁজ পেতেই ছুট্টে যান মিঠুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী যোগিতা বালি। মিঠুনের দত্তক কন্যা দিশানীর জীবন কীভাবে পাল্টে যায় জানেন। সেই কাহিনি চোখে জল আনার মতো।

1 / 8
চক্রবর্তী পরিবারের দুলালি তিনি। নাম দিশানী চক্রবর্তী। বাবা মিঠুন চক্রবর্তী এবং মা যোগিতা বালি।

চক্রবর্তী পরিবারের দুলালি তিনি। নাম দিশানী চক্রবর্তী। বাবা মিঠুন চক্রবর্তী এবং মা যোগিতা বালি।

2 / 8
কিন্তু এই কন্যাকে জন্ম দেননি মিঠুন কিংবা তাঁর স্ত্রী যোগিতা।

কিন্তু এই কন্যাকে জন্ম দেননি মিঠুন কিংবা তাঁর স্ত্রী যোগিতা।

3 / 8
এক বাড়ির বাইরে জঞ্জাল থেকে দিশানীকে কুড়িয়ে পাওয়া যায়। খবর পেয়ে ছুট্টে যান মিঠুন।

এক বাড়ির বাইরে জঞ্জাল থেকে দিশানীকে কুড়িয়ে পাওয়া যায়। খবর পেয়ে ছুট্টে যান মিঠুন।

4 / 8
দেখেছিলেন একটি বাচ্চা মেয়ে আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। প্রাণ কেঁদে উঠেছিল মিঠুনের।

দেখেছিলেন একটি বাচ্চা মেয়ে আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। প্রাণ কেঁদে উঠেছিল মিঠুনের।

5 / 8
সেই জঞ্জাল থেকে পাওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে আসেন বাড়িতে।

সেই জঞ্জাল থেকে পাওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে আসেন বাড়িতে।

6 / 8
নাম দেন দিশানী। পরবর্তীকে আইনি কাগজপত্রে সই করে দিশানীকে দত্তক নেন মিঠুন-যোগিতা।

নাম দেন দিশানী। পরবর্তীকে আইনি কাগজপত্রে সই করে দিশানীকে দত্তক নেন মিঠুন-যোগিতা।

7 / 8
সেই থেকে দিশানী চক্রবর্তী পরিবারের চোখের মণি। সকলেই তাঁকে প্রাণ দিয়ে ভালবাসে, আগলে রাখেন। বিশেষ করে মিঠুন।

সেই থেকে দিশানী চক্রবর্তী পরিবারের চোখের মণি। সকলেই তাঁকে প্রাণ দিয়ে ভালবাসে, আগলে রাখেন। বিশেষ করে মিঠুন।

8 / 8
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করেছেন দিশানী। তিনি সলমন খানের প্রচণ্ড ভক্ত।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করেছেন দিশানী। তিনি সলমন খানের প্রচণ্ড ভক্ত।

Next Photo Gallery