তা শুটিংই কি কেবল করবেন, মাঝে কি একটুও ভ্রমণ হবে না! আলবাত হবে। হলও তাই। গ্যাংটকে শুটিং করলেন রুদ্রনীল ঘোষ। এবং সেই ফাঁকে এনজয় করলেন তাঁর ডে অফ। সঙ্গে ছিলেন অরিজিৎ দত্ত।
1 / 6
গ্যাংটকে একটি ওয়েব সিরিজ়ের শুটিং করতে গিয়েছিলেন রুদ্রনীল। সেই ওয়েব সিরিজ়ের নাম 'সাবাস ফেলুদা'। গ্যাংটকে গন্ডগোলের গল্প।
2 / 6
শুটিংয়ের ফাঁকে খানিক ফাঁকা সময় পেয়ে টুক করে দার্জিলিংটা ঘুরে এলেন রুদ্রনীল। তাঁর ক্যামেরার লেন্সে ধরা পড়ল সেই নস্ট্যালজিক ছবি।
3 / 6
কখনও তিনি ক্যামেরা বন্দী করেছেন দার্জিলিংয়ের ঐতিহাসিক টয়ট্রেনের রেল লাইনের ছবি।
4 / 6
তো কখনও তিনি তুলে ধরেছে আস্ত একটি টয়ট্রেনকেই। এ সবই রুদ্রনীল করেছেন নিজের মনের সুখে।
5 / 6
জানুয়ারির হিম শীতল হিমালয়ের রানীর এক মনমোহিনী রূপ রুদ্রনীল পোস্ট করেছেন ফেসবুকে। যা দেখে মনটা পাহাড়-পাহাড় করবেই।