সম্প্রতি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে 'ফিকশন রাইটিং'-এর উপর স্নাতকোত্তর পাশ করেছেন ৫০ বছর বয়সি টুইঙ্কল খান্না। বলিউডের প্রাক্তন অভিনেত্রী তিনি। বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা।
স্ত্রীকে বাহবা জানিয়েছেন তাঁর স্বামী বলিউডের অত্যন্ত ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। ১৭ জানুয়ারি তাঁদের বিবাহ বার্ষিকী। ২৩ বছর একসঙ্গে করেছেন এই তারকা জুটি। জানেন কি, ঠিক কী কারণে অক্ষয়কে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন টুইঙ্কল?
বিয়ের আগে অক্ষয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর সেদিকে খুব বেশি গুরুত্ব দেননি টুইঙ্কল। তবে অক্ষয় বেশ সিরিয়াস হয়ে পড়েছিলেন এবং প্রেমিকা টুইঙ্কেলকে শর্ত দিয়েছিলেন।
সেই সময় 'মেলা' ছবিতে অভিনয় করছিলেন টুইঙ্কেল। ছবি নিয়ে বেশ আশাবাদী ছিলেন তিনি। অক্ষয় বেট লড়েছিলেন প্রেমিকার সঙ্গে। স্পষ্ট জানিয়েছিলেন, "'মেলা' যদি হিট করে টুইঙ্কলকে তিনি বিয়ে করার কথা বলবেন না। কিন্তু তা যদি না হয়, অক্ষয়কে তাঁর বিয়ে করা ছাড়া অন্য কোনও রাস্তাও থাকবে না।"
অক্ষয় কুমার-- একবার অক্ষয় কুমার এক ভক্তের হাত থেকে তাঁর ফোন কেড়ে নিয়ে পায়ের তলায় তা পিশে দিয়েছিলেন। কারণ সেই ভক্তের ব্যবহারের কারণে অক্ষয় কুমারের স্ত্রীর অস্বস্তি হয়।
টুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়া পাল্টা শর্ত দেন অক্ষয়কে। শাশুড়ির চাপে পড়ে একাধিক ডাক্তারি পরীক্ষা করাতে হয়েছিল অক্ষয়কে।
ডিম্পল বলেছিলেন যে, অক্ষয় যদি শারীরিকভাবে অসুস্থ না থাকেন, তা হলে মেয়ের সঙ্গে তিনি তাঁর বিয়ে দেবেন না।
সেই শর্তেও জিতে যান অক্ষয়। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ পাশ করেন। এবং তারপরই মেয়ে টুইঙ্কলের সঙ্গে তাঁর ধুমধাম করে বিয়ে দেন ডিম্পল।