Bangla NewsPhoto gallery Actress dimple kapadia asks his son in law actor akshay kumar to go through medical tests before marrying his wife twinkle khanna
টুইঙ্কলের সঙ্গে বিয়ের আগে ডাক্তারি পরীক্ষা করাতে হয় অক্ষয়কে, শাশুড়ি ডিম্পলের সেটাই ছিল শর্ত
Akshay-Twinkle-Dimple: ২৩ বছর আগে বিয়ে হয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং প্রাক্তন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্নাব। শর্ত দিয়ে তাঁকে বিয়ে করেছিলেন অক্ষয়। পাল্টা তাঁর কাছেও এসেছিল শর্ত। এবং সেই শর্ত তাঁকে দিয়েছিলেন টুইঙ্কলের মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। নানা ডাক্তারি পরীক্ষা করাতে হয় অক্ষয়কে। না হলে বিয়েটাই ভেস্তে যেত...