AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahalaya 2021: মহালয়ার দুর্গারা…, কোন কোন অভিনেত্রী রয়েছেন এ বারের তালিকায়?

Mahalaya 2021: টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়।

| Edited By: | Updated on: Sep 17, 2021 | 10:01 PM
Share
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়।

1 / 7
ঠিক যেমন কালার্স বাংলায় এ বারের দুর্গা কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশিত হয়েছে। প্রকাশ পেয়েছে প্রোমোও।

ঠিক যেমন কালার্স বাংলায় এ বারের দুর্গা কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তাঁর লুক প্রকাশিত হয়েছে। প্রকাশ পেয়েছে প্রোমোও।

2 / 7
এই চ্যানেলের মহালয়াতেই থাকছেন শ্রীমা ভট্টাচার্যও। কোয়েলের সঙ্গে নিজের মহালয়ার লুকের ছবি শেয়ার করেছেন তিনি।

এই চ্যানেলের মহালয়াতেই থাকছেন শ্রীমা ভট্টাচার্যও। কোয়েলের সঙ্গে নিজের মহালয়ার লুকের ছবি শেয়ার করেছেন তিনি।

3 / 7
শ্রীমা লিখেছেন, ‘মহাদুর্গা ও মহাগৌরি অনেক নাম। অনেক রূপ। একই শক্তি- মহাদুর্গা।’

শ্রীমা লিখেছেন, ‘মহাদুর্গা ও মহাগৌরি অনেক নাম। অনেক রূপ। একই শক্তি- মহাদুর্গা।’

4 / 7
দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপে দেখা যাবে ঊষসী রায়কে। সদ্য ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। গোলাপি-হলুদ কম্বিনেশনের শাড়ি। ভারী গয়নার সাজ। কপালে রয়েছে তৃতীয় নয়নও। আগামী ৬ অক্টোবর কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে তাঁকে এই লুকে দেখা যাবে সে তথ্য নিজেই দিয়েছেন অভিনেত্রী।

দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপে দেখা যাবে ঊষসী রায়কে। সদ্য ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। গোলাপি-হলুদ কম্বিনেশনের শাড়ি। ভারী গয়নার সাজ। কপালে রয়েছে তৃতীয় নয়নও। আগামী ৬ অক্টোবর কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠানে তাঁকে এই লুকে দেখা যাবে সে তথ্য নিজেই দিয়েছেন অভিনেত্রী।

5 / 7
অন্য একটি বেসরকারি চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে স্পেশ্যাল পারফরম্যান্স দেখা যাবে শ্রীনন্দা শংকরের। তিনিও লুকের ছবি শেয়ার করেছেন।

অন্য একটি বেসরকারি চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে স্পেশ্যাল পারফরম্যান্স দেখা যাবে শ্রীনন্দা শংকরের। তিনিও লুকের ছবি শেয়ার করেছেন।

6 / 7
অপর একটি চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

অপর একটি চ্যানেলে দুর্গার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

7 / 7
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?