বেশকিছু বছর পর পর্দায় ফিরলেন মালাইকা আরোরা। ছাইয়া ছাইয়া গান-ই হোক বা মুন্নি, তাঁর শরীরী ভাঁজে বারে বারে কুপোকাত ভক্তমহল। তবে সদ্য বি-টাউনের নয়া ক্রাশ বিজলি-কে নিয়ে মত্ত সকলে।
কিয়ারা আডবানি নিজেকে আইটেম ডান্সেও যে পারফেক্ট প্রমাণ করেছেন ইতিমধ্যেই। তবে সেই ঝড়ের মাঝেই মাঠে নামলেন মালাইকা আরোরা। মুক্তি পেল বি-টাউনের নয়া রিমেক গান আপ জ্যায়সা কই মেরি...।
অ্যান অ্যাকশন হিরো ছবিতে আবারও চেনা লুকে ধরা দিলেন মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁই ছুঁই। তবুও বোল্ড মুভে তিনি ঝড় তুললেন সোশ্যাস মিডিয়ার পাতা। বিজলি মুক্তি পাওয়ার পরই তা মালাইকার কড়া টক্কর।
ভক্তরা এক প্রকার মালাইকাকে দেখে অবাক। পর্দায় চেনা লুকে ধরা দিয়ে তাক লাগালেন তিনি। হাঁটুর বয়সী কিয়ারাকে যে তিনি স্পষ্ট টক্কর দিতে প্রস্তুত, তা প্রমাণ করলেন বোল্ড ডিভা।
ছবি খবর সামনে আসা মাত্রই শোনা গিয়েছিল সেখানে থাকতে চলেছে মালাইকা আরোরার আইটেম ডান্স। শুধু তাই নয়, ট্রোলারেও মিলেছিল ঝলক। তবে শনিবার গান মুক্তি পাওয়ার পর থেকেই তা ঝড় তুলল ভক্তমনে।