Airtel-র সিম ব্যবহার করেন? তাহলে পাবেন 2GB ইন্টারনেট ডেটা Free, কীভাবে জানেন?

Airtel Free 2GB Data Plan: এয়ারটেল ব্যবহারকারীদের জন্য সুখবর। কোম্পানি ব্যবহারকারীদের 2GB ডেটা দিচ্ছে একেবারে বিনামূল্যে।

| Edited By: | Updated on: Jan 18, 2023 | 3:27 PM
এয়ারটেল ব্যবহারকারীদের জন্য সুখবর। কোম্পানি ব্যবহারকারীদের 2GB ডেটা দিচ্ছে একেবারে বিনামূল্যে। তবে এই বিনামূল্যের ডেটা শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে যারা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে রিচার্জ করবেন।

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য সুখবর। কোম্পানি ব্যবহারকারীদের 2GB ডেটা দিচ্ছে একেবারে বিনামূল্যে। তবে এই বিনামূল্যের ডেটা শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে যারা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে রিচার্জ করবেন।

1 / 6
Airtel Thanks হল একটি ইন-হাউস অ্যাপ, এই অ্যাপটি Android এবং iOS-এ উপলব্ধ। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে 2GB ডেটা পাওয়া যাবে। Airtel Thanks অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা এয়ারটেল এবং প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Airtel Thanks হল একটি ইন-হাউস অ্যাপ, এই অ্যাপটি Android এবং iOS-এ উপলব্ধ। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে 2GB ডেটা পাওয়া যাবে। Airtel Thanks অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা এয়ারটেল এবং প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

2 / 6
Ted প্রিপেইড প্ল্যান সহ শুধুমাত্র কয়েকটি প্ল্যানে 2GB ডেটা বিনামূল্যে পাওয়া যায়। সেগুলি হল Rs 265, Rs 359, Rs 549, Rs 699, Rs 719 এবং Rs 839৷ এই প্ল্যানগুলির সঙ্গে Airtel 2GB ডেটা দেবে।

Ted প্রিপেইড প্ল্যান সহ শুধুমাত্র কয়েকটি প্ল্যানে 2GB ডেটা বিনামূল্যে পাওয়া যায়। সেগুলি হল Rs 265, Rs 359, Rs 549, Rs 699, Rs 719 এবং Rs 839৷ এই প্ল্যানগুলির সঙ্গে Airtel 2GB ডেটা দেবে।

3 / 6
এয়ারটেলের তরফে জানানো হয়েছে, এই প্ল্যানগুলিতে ব্যবহারকারীরা বিনামূল্যে Airtel Xstream মোবাইল প্যাক পাবেন। এই প্ল্যানগুলিতে Fastag-এ প্রতি মাসে 100 টাকার ক্যাশব্যাক, বিনামূল্যে উইঙ্ক মিউজিক এবং এয়ারটেল হেলোটিউনস পাওয়া যায়।

এয়ারটেলের তরফে জানানো হয়েছে, এই প্ল্যানগুলিতে ব্যবহারকারীরা বিনামূল্যে Airtel Xstream মোবাইল প্যাক পাবেন। এই প্ল্যানগুলিতে Fastag-এ প্রতি মাসে 100 টাকার ক্যাশব্যাক, বিনামূল্যে উইঙ্ক মিউজিক এবং এয়ারটেল হেলোটিউনস পাওয়া যায়।

4 / 6
রিচার্জ করার জন্য আপনাকে যা করতে হবে তা হল Airtel Thanks অ্যাপ ব্যবহার করতে হবে। তবেই আপনি বিনামূল্যে 2GB ডেটা পাবেন। এয়ারটেল তাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে এভাবেই প্রচার করছে। এই অ্যাপের মাধ্যমে আপনার সব কাজ সহজ হয়ে যাবে।

রিচার্জ করার জন্য আপনাকে যা করতে হবে তা হল Airtel Thanks অ্যাপ ব্যবহার করতে হবে। তবেই আপনি বিনামূল্যে 2GB ডেটা পাবেন। এয়ারটেল তাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে এভাবেই প্রচার করছে। এই অ্যাপের মাধ্যমে আপনার সব কাজ সহজ হয়ে যাবে।

5 / 6
অ্যাপটিতে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেলের ব্যাঙ্কিং সাবসিডিয়ারি, সমস্ত নতুন এয়ারটেল শপ এই সব বিভাগগুলিও রয়েছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই অ্যাপটি 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাপটি প্লে স্টোরে 4.4 রেটিং পেয়েছে। একই সময়ে, অ্যাপল স্টোরে 4.2 রেটিং পেয়েছে।

অ্যাপটিতে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেলের ব্যাঙ্কিং সাবসিডিয়ারি, সমস্ত নতুন এয়ারটেল শপ এই সব বিভাগগুলিও রয়েছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই অ্যাপটি 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাপটি প্লে স্টোরে 4.4 রেটিং পেয়েছে। একই সময়ে, অ্যাপল স্টোরে 4.2 রেটিং পেয়েছে।

6 / 6
Follow Us: