তাঁর করুণ কাহিনী শুনে চোখের জল ধরে রাখতে পারেননি পরিণীতি চোপড়া। গাছের নিচে দিন কাটত দিন। বাড়ির অবস্থাও ছিল খুবই খারাপ। কিন্তু তাঁর নাচ যেন কথা বলেছিল। ফুটিয়ে তুলেছিল জীবনের সমস্ত না চাওয়া না পাওয়ার এক করুণ আখ্যান। আকাশ সিংকে মনে পড়ে? যার ভাইরাল ভিডিয়ো দেখে চোখে জল এসেছিল আপনারও?
আকাশ এখন লাখপতি। বলা ভাল-- লাখ লাখ পতি। এই মুহূর্তে তিনি জিতেছেন ১৫ লক্ষ টাকা। হুনারবাজের বিজয়ী আকাশই। ঘোষিত হয়েছে রবিবার রাত্রে।
পরিণীতি বলেছিলেন, এই মঞ্চ থেকেই তোমার যাবতীয় দুঃখ কষ্ট শেষ হতে চলেছে। তাঁর কথাই যেন সত্যি হল এবার। নগদ টাকা তো জিতেইছেন, সঙ্গে পেয়েছেন গোটা দেশের ভালবাসা।
এখনও যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। ১৫ লক্ষ টাকা হাতে নিয়ে আকাশ বলেন, "কীভাবে বোঝাব ভিতরে কী চলছে। মনে হচ্ছে এই সব কিছু সত্যি নয়।"
এখানেই থেমে থাকেননি তিনি। যোগ করেন, "জিতব যে ভাবতেও তো পারিনি কোনওদিন। মনে হচ্ছে সবটা পেয়ে গিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ"।
বিহারের ভাগলপুর থেকে আশা ছেলেটির চোখে এখন নতুন স্বপ্ন। নতুন ভাবে জীবনকে চেনার উপযুক্ত সময়। আর পিছিয়ে থাকা নয়। এগিয়ে যেতে চান তিনি। ফেলে আসা অতীত ভুলে নয়। সেখান থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে ভাল থাকার চেষ্টায় রত আকাশ সিং।