AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar Controversy: প্রকাশ্যে স্ত্রীকে দিয়ে জ়িপ খোলানো, অক্ষয়ের কেরিয়ার সর্বাধিক বিতর্কিত পাঁচ অধ্যায়

Viral News: বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কেরিয়ারের শুরু থেকেই ফ্লপস্টারের তকমা। তা কাটিয়ে উঠতে না উঠতেই, সম্পর্কে প্রতারণা থেকে নাগরিকত্ব, কি-ই না নেই তাঁর তালিকায়।

| Edited By: | Updated on: May 05, 2022 | 1:02 PM
Share
বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কেরিয়ারের শুরু থেকেই ফ্লপস্টারের তকমা। তা কাটিয়ে উঠতে না উঠতেই, সম্পর্কে প্রতারণা থেকে নাগরিকত্ব, কি-ই না নেই তাঁর তালিকায়।

বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কেরিয়ারের শুরু থেকেই ফ্লপস্টারের তকমা। তা কাটিয়ে উঠতে না উঠতেই, সম্পর্কে প্রতারণা থেকে নাগরিকত্ব, কি-ই না নেই তাঁর তালিকায়।

1 / 6
রবিনার টান্ডনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ইতি টেনেছিলেন অক্ষয়। যার জেরে রীতিমত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। চর্চা ছড়িয়ে পড়েছিল রাতারাতি। তখন খিলাড়ি হলেন বি-টাউনের ক্যাসানোভা।

রবিনার টান্ডনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ইতি টেনেছিলেন অক্ষয়। যার জেরে রীতিমত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। চর্চা ছড়িয়ে পড়েছিল রাতারাতি। তখন খিলাড়ি হলেন বি-টাউনের ক্যাসানোভা।

2 / 6
এক ফ্যাশন শো-তে প্রকাশ্যে স্টেজের ওপর তিনি স্ত্রীকে দিয়ে খুলিয়েছিলেন নিজের প্যান্টের জ়িপ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই মুহূর্ত। চরম বিতর্কের সৃষ্টি করেছিল সেই ফ্যাশন শো।

এক ফ্যাশন শো-তে প্রকাশ্যে স্টেজের ওপর তিনি স্ত্রীকে দিয়ে খুলিয়েছিলেন নিজের প্যান্টের জ়িপ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই মুহূর্ত। চরম বিতর্কের সৃষ্টি করেছিল সেই ফ্যাশন শো।

3 / 6
মল্লিকার সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করার ফলে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। এমনকি শেষ পর্যন্ত মল্লিকার বাবা বাধ্য করেছিলেন অক্ষয়কে ক্ষমা চাইতে।

মল্লিকার সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করার ফলে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। এমনকি শেষ পর্যন্ত মল্লিকার বাবা বাধ্য করেছিলেন অক্ষয়কে ক্ষমা চাইতে।

4 / 6
এক সময় অক্ষয় কুমার ছেড়ে দিয়েছিলেন ভারতের নাগরিকত্ব। গ্রহণ করেছিলেন কানাডার নাগরিকত্ব। যা নিয়ে ২০১৯ সালেও হয়েছিল জল ঘোলা। তিনি জানিয়েছিলেন, তিনি এই বিষয় কখনও কোনো খবর গোপন করেননি।

এক সময় অক্ষয় কুমার ছেড়ে দিয়েছিলেন ভারতের নাগরিকত্ব। গ্রহণ করেছিলেন কানাডার নাগরিকত্ব। যা নিয়ে ২০১৯ সালেও হয়েছিল জল ঘোলা। তিনি জানিয়েছিলেন, তিনি এই বিষয় কখনও কোনো খবর গোপন করেননি।

5 / 6
রুস্তম ছবিতে অক্ষয় কুমারের একটি পোশাক নিলামে তোলা হয়। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিলে টুইঙ্কেল খান্না জানিয়েছিলেন যে এটা একটি ভাল উদ্দেশ্যে গ্রহণ করা সিদ্ধান্ত।

রুস্তম ছবিতে অক্ষয় কুমারের একটি পোশাক নিলামে তোলা হয়। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিলে টুইঙ্কেল খান্না জানিয়েছিলেন যে এটা একটি ভাল উদ্দেশ্যে গ্রহণ করা সিদ্ধান্ত।

6 / 6