AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Nostalgia: তারকা হওয়ার আগে কলকাতার কোন বিখ্যাত সিনেমা হলে টানা ২ বছর কাজ করেন অক্ষয়?

Bollywood: এ শহর ফেরায়নি তাঁকেও। ঠিক জুটিয়ে দিয়েছিল কাজ। আর সেই টানেই পাক্কা দুই বছর এ শহরে আস্তানা গেড়েছিলেন অভিনেতা। কোথায় ছিল তাঁর ঠিকানা।

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 8:41 PM
Share
কলকাতা শহর... স্বপ্ননগরী। এ শহর কাউকে ফেরায় না। জুটিয়ে দেয় মুখের ভাত। অন্য শহর থেকে কাজের খোঁজে কত মানুষই না এসেছে এই তিলোত্তমায়। বাদ নেই অক্ষয়ও। এ শহর ফেরায়নি তাঁকেও। ঠিক জুটিয়ে দিয়েছিল কাজ। আর সেই টানেই পাক্কা দুই বছর এ শহরে আস্তানা গেড়েছিলেন অভিনেতা। কোথায় ছিল তাঁর ঠিকানা।

কলকাতা শহর... স্বপ্ননগরী। এ শহর কাউকে ফেরায় না। জুটিয়ে দেয় মুখের ভাত। অন্য শহর থেকে কাজের খোঁজে কত মানুষই না এসেছে এই তিলোত্তমায়। বাদ নেই অক্ষয়ও। এ শহর ফেরায়নি তাঁকেও। ঠিক জুটিয়ে দিয়েছিল কাজ। আর সেই টানেই পাক্কা দুই বছর এ শহরে আস্তানা গেড়েছিলেন অভিনেতা। কোথায় ছিল তাঁর ঠিকানা।

1 / 6
সম্প্রতি কলকাতায় এসেছিলেন অক্ষয়। তাঁর আগামী ছবির প্রচারেই কলকাতায় আগমন তাঁর। আর সেখানেই পুরনো দিনের কথা বলতে গিয়ে আবেগঘন অক্ষয়। জানালেন তিনি কাজ করতেন এক সিনেমা হল। পাক্কা দু' বছর মধ্য কলকাতার ওই ঐতিহ্যবাহী সিনেমা হলই ছিল তাঁর রোজনামচার অন্যতম শরীক।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন অক্ষয়। তাঁর আগামী ছবির প্রচারেই কলকাতায় আগমন তাঁর। আর সেখানেই পুরনো দিনের কথা বলতে গিয়ে আবেগঘন অক্ষয়। জানালেন তিনি কাজ করতেন এক সিনেমা হল। পাক্কা দু' বছর মধ্য কলকাতার ওই ঐতিহ্যবাহী সিনেমা হলই ছিল তাঁর রোজনামচার অন্যতম শরীক।

2 / 6
তবে দুঃখের বিষয়, যে সিনেমা হলে কাজ করতেন অক্ষয় তা আজ আর নেই। উঠে গিয়েছে কবেই। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই সিনেমা হলের জায়গায় এখন ঝাঁ চকচক মাল্টিলেক্স। তবে আজও পড়ে রয়েছে সিনেমাহলের কঙ্কালসার এক অবয়ব।

তবে দুঃখের বিষয়, যে সিনেমা হলে কাজ করতেন অক্ষয় তা আজ আর নেই। উঠে গিয়েছে কবেই। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই সিনেমা হলের জায়গায় এখন ঝাঁ চকচক মাল্টিলেক্স। তবে আজও পড়ে রয়েছে সিনেমাহলের কঙ্কালসার এক অবয়ব।

3 / 6
এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই কোন সিনেমা হলের কথা বলা হচ্ছে? অক্ষয় কাজ করতেন ৮০-৯০ দশকের স্মৃতি বহন করে নিয়ে চলা গ্লোব সিনেমা হলের। ধর্মতলা অঞ্চলে অবস্থিত ওই সিনেমা হলে বসেও কত সিনেমা দেখেছেন অক্ষয়। সে ৮০'র দশকের কথা। সে কথা বলতে গিয়েই আবেগঘন অক্ষয়। উঁকি দিয়ে যাচ্ছে নানা না-ভোলা সব স্মৃতি।

এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই কোন সিনেমা হলের কথা বলা হচ্ছে? অক্ষয় কাজ করতেন ৮০-৯০ দশকের স্মৃতি বহন করে নিয়ে চলা গ্লোব সিনেমা হলের। ধর্মতলা অঞ্চলে অবস্থিত ওই সিনেমা হলে বসেও কত সিনেমা দেখেছেন অক্ষয়। সে ৮০'র দশকের কথা। সে কথা বলতে গিয়েই আবেগঘন অক্ষয়। উঁকি দিয়ে যাচ্ছে নানা না-ভোলা সব স্মৃতি।

4 / 6
১৯ শতকের এক ঐতিহ্যবাহী বিলডিংয়েই গড়ে তোলা হয়েছিল গ্লোব সিনেমা হল। এর আগে নাম ছিল ওল্ড অপেরা হাউজ। ২০১৬ সালে সিঙ্গল স্ক্রিন ওই সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয় 'টু-থিয়েটার মাল্টিপ্লেক্স'। সঙ্গে ১০০ টি দোকান আর একটি ফুড কোর্ট।

১৯ শতকের এক ঐতিহ্যবাহী বিলডিংয়েই গড়ে তোলা হয়েছিল গ্লোব সিনেমা হল। এর আগে নাম ছিল ওল্ড অপেরা হাউজ। ২০১৬ সালে সিঙ্গল স্ক্রিন ওই সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয় 'টু-থিয়েটার মাল্টিপ্লেক্স'। সঙ্গে ১০০ টি দোকান আর একটি ফুড কোর্ট।

5 / 6
তবে স্মৃতি ? তা তো ফিকে হওয়ার নয়। ওই সিনেমা হলের সিটেই বসেই যে ভবিষ্যতে নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন অক্ষয়। হয়েওছেন, আজ তাঁকে সবাই চেনে। সবাই জানে তাঁর কথা। শুধু তাঁর স্বপ্নের সাক্ষী গ্লোবই আর আজ নেই।

তবে স্মৃতি ? তা তো ফিকে হওয়ার নয়। ওই সিনেমা হলের সিটেই বসেই যে ভবিষ্যতে নায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন অক্ষয়। হয়েওছেন, আজ তাঁকে সবাই চেনে। সবাই জানে তাঁর কথা। শুধু তাঁর স্বপ্নের সাক্ষী গ্লোবই আর আজ নেই।

6 / 6