Cristiano Ronaldo: রোনাল্ডোর অপেক্ষায় আল নাসের, গ্যালারিতে সিউউউ..

এশিয়ার ক্লাবেই ভবিষ্যৎ খুঁজে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ড অর্থের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। এখন শুধু ক্লাবে পা রাখার অপেক্ষা। ৩৭ বছরের ফুটবল মহাতারকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্লাবের সমর্থকরা। তর সইছে না। এখনই তাঁদের মুখে সিআর সেভেনের ট্রেডমার্ক সেলিব্রেশন সিউউউ...

| Edited By: | Updated on: Jan 02, 2023 | 8:45 AM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি হতেই আনন্দে নেচে উঠেছে ক্লাবটির হাজারো অনুরাগী। শনিবার ছিল সৌদি প্রো লিগে আল খালিজের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচ। এখনও সৌদিতে রোনাল্ডোর পা না পড়লেও প্রবলভাবে সেই ম্যাচে রইলেন সিআর সেভেন। (ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি হতেই আনন্দে নেচে উঠেছে ক্লাবটির হাজারো অনুরাগী। শনিবার ছিল সৌদি প্রো লিগে আল খালিজের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচ। এখনও সৌদিতে রোনাল্ডোর পা না পড়লেও প্রবলভাবে সেই ম্যাচে রইলেন সিআর সেভেন। (ছবি:টুইটার)

1 / 8
আল নাসেরের ফ্যানরা কতটা অধীর আগ্রহে রোনাল্ডোর অপেক্ষা করছেন তা বোঝা গিয়েছে সৌদি প্রো লিগের শনিবারের ম্যাচে। সপ্তম মিনিট হতেই গ্যালারি জুড়ে রোনাল্ডোর নামের ধ্বনি দিতে থাকেন অনুরাগীরা।  (ছবি:টুইটার)

আল নাসেরের ফ্যানরা কতটা অধীর আগ্রহে রোনাল্ডোর অপেক্ষা করছেন তা বোঝা গিয়েছে সৌদি প্রো লিগের শনিবারের ম্যাচে। সপ্তম মিনিট হতেই গ্যালারি জুড়ে রোনাল্ডোর নামের ধ্বনি দিতে থাকেন অনুরাগীরা। (ছবি:টুইটার)

2 / 8
বার্ষিক ১৭৩ মিলিয়ন ইউরোতে সৌদির ক্লাবে পা রাখছেন সিআর সেভেন। সর্বকালের সেরা সর্বাধিক আয়কারী ফুটবলার এখন তিনিই। পর্তুগিজ মহাতারকার 'সিউ' সেলিব্রেশন দেখার অপেক্ষায় আল নাসেরের ফ্যানরা। এখনই আল নাসেরের গ্যালারি থেকে শোনা যাচ্ছে সিউ শব্দটি।(ছবি:টুইটার)

বার্ষিক ১৭৩ মিলিয়ন ইউরোতে সৌদির ক্লাবে পা রাখছেন সিআর সেভেন। সর্বকালের সেরা সর্বাধিক আয়কারী ফুটবলার এখন তিনিই। পর্তুগিজ মহাতারকার 'সিউ' সেলিব্রেশন দেখার অপেক্ষায় আল নাসেরের ফ্যানরা। এখনই আল নাসেরের গ্যালারি থেকে শোনা যাচ্ছে সিউ শব্দটি।(ছবি:টুইটার)

3 / 8
আল নাসেরের নীল-হলুদ রঙা রোনাল্ডোর ৭ নম্বর জার্সি তৈরি হচ্ছে ফটাফট। ফ্যানদের মধ্যে জার্সির চাহিদাও তুঙ্গে।(ছবি:টুইটার)

আল নাসেরের নীল-হলুদ রঙা রোনাল্ডোর ৭ নম্বর জার্সি তৈরি হচ্ছে ফটাফট। ফ্যানদের মধ্যে জার্সির চাহিদাও তুঙ্গে।(ছবি:টুইটার)

4 / 8
রোনাল্ডোর আইকনিক ৭ নম্বর জার্সি কেনার জন্য আল নাসের ক্লাব শপে এখন থেকেই লম্বা লাইন চোখে পড়েছে।(ছবি:টুইটার)

রোনাল্ডোর আইকনিক ৭ নম্বর জার্সি কেনার জন্য আল নাসের ক্লাব শপে এখন থেকেই লম্বা লাইন চোখে পড়েছে।(ছবি:টুইটার)

5 / 8
এশিয়ার ক্লাব ও অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাঁদের নয়া ৭ নম্বর জার্সির বিখ্যাত মালিকের জন্য। আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ির বিরুদ্ধে এশিয়ার ক্লাবটির জার্সি গায়ে অভিষেক হতে পারে ৩৭ বছরের রোনাল্ডোর। (ছবি:টুইটার)

এশিয়ার ক্লাব ও অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাঁদের নয়া ৭ নম্বর জার্সির বিখ্যাত মালিকের জন্য। আশা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ির বিরুদ্ধে এশিয়ার ক্লাবটির জার্সি গায়ে অভিষেক হতে পারে ৩৭ বছরের রোনাল্ডোর। (ছবি:টুইটার)

6 / 8
এদিকে রোনাল্ডোর ছোঁয়ায় তরতর করে বাড়ছে আল নাসেরের ফলোয়ার্স সংখ্যা। টুইটারে ফলোয়ার্স সংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। (ছবি:টুইটার)

এদিকে রোনাল্ডোর ছোঁয়ায় তরতর করে বাড়ছে আল নাসেরের ফলোয়ার্স সংখ্যা। টুইটারে ফলোয়ার্স সংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। (ছবি:টুইটার)

7 / 8
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হলেন রোনাল্ডো। ইনস্টাগ্রামে পাঁচশো মিলিয়নের বেশি ফলোয়ার্স তাঁর। রোনাল্ডো আগমনে সৌদির ক্লাবটিকে শিরোনামে থাকার অভ্যাস করে ফেলতে হবে। (ছবি:টুইটার)

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হলেন রোনাল্ডো। ইনস্টাগ্রামে পাঁচশো মিলিয়নের বেশি ফলোয়ার্স তাঁর। রোনাল্ডো আগমনে সৌদির ক্লাবটিকে শিরোনামে থাকার অভ্যাস করে ফেলতে হবে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: