Karthik-Aashiqui 3: ‘আশিকি ৩’ ছবির নায়ক কার্তিক, পর্দায় তাঁর বাহুলগ্না কে হতে চলেছেন?

Karthik-Aashiqui 3: রাহুল রায়, আদিত্য রায় কাপুরের পর ‘আশিকি’ সিরিজে তৃতীয় নায়ক কার্তিক আরিয়ান। অনুরাগ বসুর পরিচালনায় কাকে দেখা যাবে তাঁর বিপরীতে সেই নিয়ে জল্পনা তুঙ্গে বলিউডে।

| Edited By: | Updated on: Sep 06, 2022 | 7:00 AM
অবশেষে ‘আশিকি ৩’ হতে চলছে ‘আশিকি ২’ এর ৯ বছর পরে। বলিউডের এই বছরের সবচেয়ে হটেস্ট অভিনেতা কার্তিক আরিয়ান প্রধান চরিত্রে অভিনয় করছেন। অনুরাগ বসু ছবির পরিচালক।  কার্তিক আরিয়ান নিজেই একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাপশন দিয়ে: “অব তেরে বিন জি লেঙ্গে হাম জেহের জিন্দেগি কা পি লেঙ্গে হাম (এবার তোমায় ছাড়া বেঁচে থাকবো জীবনের বিষ খেয়ে নেব)#Aashiqui3 এটি হৃদয়জুড়ে ছবি হতে চলেছে !! বসু দার সঙ্গে আমার প্রথম।" যদিও এখন বড় প্রশ্ন হল তাঁর বিপরীতে কে হবেন নায়িকা? নাম উঠে এসেছে অনেকেরই, দেখা যাক…

অবশেষে ‘আশিকি ৩’ হতে চলছে ‘আশিকি ২’ এর ৯ বছর পরে। বলিউডের এই বছরের সবচেয়ে হটেস্ট অভিনেতা কার্তিক আরিয়ান প্রধান চরিত্রে অভিনয় করছেন। অনুরাগ বসু ছবির পরিচালক। কার্তিক আরিয়ান নিজেই একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাপশন দিয়ে: “অব তেরে বিন জি লেঙ্গে হাম জেহের জিন্দেগি কা পি লেঙ্গে হাম (এবার তোমায় ছাড়া বেঁচে থাকবো জীবনের বিষ খেয়ে নেব)#Aashiqui3 এটি হৃদয়জুড়ে ছবি হতে চলেছে !! বসু দার সঙ্গে আমার প্রথম।" যদিও এখন বড় প্রশ্ন হল তাঁর বিপরীতে কে হবেন নায়িকা? নাম উঠে এসেছে অনেকেরই, দেখা যাক…

1 / 6
কার্তিক আরিয়ানের বয়স এবং তারুণ্যের কথা মাথা রেখে সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের সঙ্গে দুর্দান্ত জুটি হতে পারে। যাইহোক, তাঁর কথিত ডেটিং ইতিহাস এবং তাঁদের সঙ্গে ব্রেকআপের কারণে, এই তিনটি নাম আপাতত বাইরে রাখা হচ্ছে। তবে সারা হলে অনেকই খুশি হবেন।

কার্তিক আরিয়ানের বয়স এবং তারুণ্যের কথা মাথা রেখে সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের সঙ্গে দুর্দান্ত জুটি হতে পারে। যাইহোক, তাঁর কথিত ডেটিং ইতিহাস এবং তাঁদের সঙ্গে ব্রেকআপের কারণে, এই তিনটি নাম আপাতত বাইরে রাখা হচ্ছে। তবে সারা হলে অনেকই খুশি হবেন।

2 / 6
কার্তিক আরিয়ান ইতিমধ্যেই কৃতি শ্যানন এবং কিয়ারা আডবাণীর সঙ্গে ‘লুকা ছুপ্পি’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে উভয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আবারও দুজনের সঙ্গে কাজ করছেন তিনি যথাক্রমে ‘শেহজাদা’ এবং ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। নির্মাতারা এই দইজনের সঙ্গে পুনরায় জুটি করবেন না নতুন জুটি তৈরি সেটা দেখার।

কার্তিক আরিয়ান ইতিমধ্যেই কৃতি শ্যানন এবং কিয়ারা আডবাণীর সঙ্গে ‘লুকা ছুপ্পি’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে উভয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আবারও দুজনের সঙ্গে কাজ করছেন তিনি যথাক্রমে ‘শেহজাদা’ এবং ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। নির্মাতারা এই দইজনের সঙ্গে পুনরায় জুটি করবেন না নতুন জুটি তৈরি সেটা দেখার।

3 / 6
শ্রদ্ধা কাপুর ‘আশিকি ২’ ছবিতে অভিনয় করেন। কার্তিকের সঙ্গে কখনও জুটি বেঁধে কাজ করেননি। তবে আশিকি ফ্র্যাঞ্চাইজির প্রধান জুটি পরিবর্তন করার বিষয় নিয়ে ভাবছেন পরিচালক-প্রযোজকরা।

শ্রদ্ধা কাপুর ‘আশিকি ২’ ছবিতে অভিনয় করেন। কার্তিকের সঙ্গে কখনও জুটি বেঁধে কাজ করেননি। তবে আশিকি ফ্র্যাঞ্চাইজির প্রধান জুটি পরিবর্তন করার বিষয় নিয়ে ভাবছেন পরিচালক-প্রযোজকরা।

4 / 6
আলিয়া ভাটও এখন বড় নাম। কার্তিকের মতো তাঁর এই বছর তিনিও বলিউডকে হিট ছবি দিয়েছেন। কার্তিক-আলিয়া নতুন জুটি হিসেবে মন্দ হবে না। তবে আলিয়া এখন অন্তঃসত্ত্বা। তাই একটা সমস্যা রয়েছে।

আলিয়া ভাটও এখন বড় নাম। কার্তিকের মতো তাঁর এই বছর তিনিও বলিউডকে হিট ছবি দিয়েছেন। কার্তিক-আলিয়া নতুন জুটি হিসেবে মন্দ হবে না। তবে আলিয়া এখন অন্তঃসত্ত্বা। তাই একটা সমস্যা রয়েছে।

5 / 6
অবশেষে ‘আশিকি ৩’-তে কার্তিক আরিয়ানের বিপরীতে রশ্মিকা মান্দানা, পূজা হেগড়ে বা সামান্থা রুথ প্রভুর মধ্যে একজনকে কাস্ট করা যেতে পারে। দক্ষিণী অভিনেত্রীরা আজকাল বলিউডে বেশ জনপ্রিয়। তাঁদের পারিশ্রমিক শ্রদ্ধা, আলিয়া, কৃতি বা কিয়ারার থেকে কমও। অন্যদিকে নতুন জুটিও পাবে বলিউড।

অবশেষে ‘আশিকি ৩’-তে কার্তিক আরিয়ানের বিপরীতে রশ্মিকা মান্দানা, পূজা হেগড়ে বা সামান্থা রুথ প্রভুর মধ্যে একজনকে কাস্ট করা যেতে পারে। দক্ষিণী অভিনেত্রীরা আজকাল বলিউডে বেশ জনপ্রিয়। তাঁদের পারিশ্রমিক শ্রদ্ধা, আলিয়া, কৃতি বা কিয়ারার থেকে কমও। অন্যদিকে নতুন জুটিও পাবে বলিউড।

6 / 6
Follow Us: