Anushka Shetty Marriage: ২০২৩-এই বিয়ের পিঁড়িতে অনুষ্কা শেট্টি? প্রভাস নয়, পাত্র তবে কে

Anushka Shetty : দক্ষিণী ছবিতে জনপ্রিয় নাম অনুষ্কা শেট্টি। ৪০ অতিক্রান্ত হয়েছে বছর দুয়েক আগেই। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। প্রভাসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে প্রভাস নাকি প্রেমে পড়েছেন কৃতি শ্যাননের। ওদিকে শোনা যাচ্ছে, অনুষ্কারও নাকি বিয়ে করবেন আগামী বছরেই। পাত্র কে?

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 8:00 AM
দক্ষিণী ছবিতে জনপ্রিয় নাম অনুষ্কা শেট্টি। ৪০ অতিক্রান্ত হয়েছে বছর দুয়েক আগেই। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। প্রভাসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে প্রভাস নাকি প্রেমে পড়েছেন কৃতি শ্যাননের। ওদিকে শোনা যাচ্ছে, অনুষ্কারও নাকি বিয়ে করবেন আগামী বছরেই। পাত্র কে?

দক্ষিণী ছবিতে জনপ্রিয় নাম অনুষ্কা শেট্টি। ৪০ অতিক্রান্ত হয়েছে বছর দুয়েক আগেই। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। প্রভাসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা গেলেও বর্তমানে প্রভাস নাকি প্রেমে পড়েছেন কৃতি শ্যাননের। ওদিকে শোনা যাচ্ছে, অনুষ্কারও নাকি বিয়ে করবেন আগামী বছরেই। পাত্র কে?

1 / 5
জ্যোতিষী জগন্নাথ গুরুজি জানিয়েছেন, ২০২৩-এই অনুষ্কার বিয়ে করার পক্ষে আদর্শ সময়। তাঁর মতে অনুষ্কার বিয়ে যোগ ইন্ডাস্ট্রির বাইরে কোনও পাত্রের সঙ্গেই বেশি।

জ্যোতিষী জগন্নাথ গুরুজি জানিয়েছেন, ২০২৩-এই অনুষ্কার বিয়ে করার পক্ষে আদর্শ সময়। তাঁর মতে অনুষ্কার বিয়ে যোগ ইন্ডাস্ট্রির বাইরে কোনও পাত্রের সঙ্গেই বেশি।

2 / 5
তিনি আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বিয়ে হলে অনুষ্কা যতটা না খুশি হবেন, তাঁর চেয়েও বেশি ভাল থাকবেন বিনোদন দুনিয়র বাইরে কাউকে বিয়ে করলে।

তিনি আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে বিয়ে হলে অনুষ্কা যতটা না খুশি হবেন, তাঁর চেয়েও বেশি ভাল থাকবেন বিনোদন দুনিয়র বাইরে কাউকে বিয়ে করলে।

3 / 5
গুঞ্জন বলছে, দুবাইয়ের কোনও এক ব্যবসায়ীর সঙ্গে নাকি তাঁর সম্পর্ক আছে। তাঁর গলাতেই নাকি মালা পরাবেন অনুষ্কা। তবে সেলিব্রিটি জ্যোতিষী মতে অ্যারেঞ্জ ম্যারেজেই ঝুঁকবেন অনুষ্কা।

গুঞ্জন বলছে, দুবাইয়ের কোনও এক ব্যবসায়ীর সঙ্গে নাকি তাঁর সম্পর্ক আছে। তাঁর গলাতেই নাকি মালা পরাবেন অনুষ্কা। তবে সেলিব্রিটি জ্যোতিষী মতে অ্যারেঞ্জ ম্যারেজেই ঝুঁকবেন অনুষ্কা।

4 / 5
২০২৩ নাকি কেরিয়ারের দিক দিয়েও ভাল যাবে অনুষ্কার। হাতে আসবে নতুন কাজ। নতুন সঙ্গীর আগমন ঘটবে কিনা এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

২০২৩ নাকি কেরিয়ারের দিক দিয়েও ভাল যাবে অনুষ্কার। হাতে আসবে নতুন কাজ। নতুন সঙ্গীর আগমন ঘটবে কিনা এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

5 / 5
Follow Us: