Apamarga Plant: এই বুনো গাছের ম্যাজিকেই উজ্জ্বল হবে আপনার ভাগ্য! বাংলো-গাড়ি-টাকায় ভরে উঠবেন রাতারাতি

Importance of Apamarga Plant: হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ। তুলসী, পদ্মফুল, পিপল, লজ্জাবতী, অপরাজিতা গাছ যেমন পূজনীয়, তেমনি এই বুনো আগাছাও পূজোর কাজে লাগে। জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, আয়ুর্বেদশাস্ত্রেও আপাং গাছের বেশ প্রভাব আছে। এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ। 

| Edited By: | Updated on: May 15, 2024 | 2:41 PM
বাড়ির চারিপাশে বুনো, আগাছা জন্মায়, সেগুলি বেশিরভাগ সময়েই কেটে দেওয়া হয়। সহজলভ্য, ঝোঁপে-ঝারে নানা আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তারমধ্যে আপাং গাছ বেশ জনপ্রিয় ও অন্যতম। এই আপাং গাছ স্থানভেদে নানা নামে পরিচিত। অনেকে চিরচিটা বা লটাজিরা। চিরচিরেও বলেন অনেকে। 

বাড়ির চারিপাশে বুনো, আগাছা জন্মায়, সেগুলি বেশিরভাগ সময়েই কেটে দেওয়া হয়। সহজলভ্য, ঝোঁপে-ঝারে নানা আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তারমধ্যে আপাং গাছ বেশ জনপ্রিয় ও অন্যতম। এই আপাং গাছ স্থানভেদে নানা নামে পরিচিত। অনেকে চিরচিটা বা লটাজিরা। চিরচিরেও বলেন অনেকে। 

1 / 10
হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ। তুলসী, পদ্মফুল, পিপল, লজ্জাবতী, অপরাজিতা গাছ যেমন পূজনীয়, তেমনি এই বুনো আগাছাও পূজোর কাজে লাগে। জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, আয়ুর্বেদশাস্ত্রেও আপাং গাছের বেশ প্রভাব আছে। এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ। 

হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ। তুলসী, পদ্মফুল, পিপল, লজ্জাবতী, অপরাজিতা গাছ যেমন পূজনীয়, তেমনি এই বুনো আগাছাও পূজোর কাজে লাগে। জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, আয়ুর্বেদশাস্ত্রেও আপাং গাছের বেশ প্রভাব আছে। এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগাধ। 

2 / 10
তাই যেকোনও যজ্ঞ-আরাধনার সামগ্রী হিসেবে তুলসী, শমী গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যে উজ্জ্বল হবে রাতারাতি। জীবনের পথেও আসবে সাফল্য ও উন্নতি। 

তাই যেকোনও যজ্ঞ-আরাধনার সামগ্রী হিসেবে তুলসী, শমী গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যে উজ্জ্বল হবে রাতারাতি। জীবনের পথেও আসবে সাফল্য ও উন্নতি। 

3 / 10
যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজলে যে কোনও মানুষের বাকসিদ্ধি লাভ করা সম্ভব। তার মানে হল, আপাং গাছের গুণে যে কথাই বলুন না কেন, তাতে সাফল্য মিলবে, সত্য হিসেবে কাজ করবে।

যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজলে যে কোনও মানুষের বাকসিদ্ধি লাভ করা সম্ভব। তার মানে হল, আপাং গাছের গুণে যে কথাই বলুন না কেন, তাতে সাফল্য মিলবে, সত্য হিসেবে কাজ করবে।

4 / 10
অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চোপচারের পুজো করতে পারেন। মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বেঁধে নিতে পারেন। এমনটা করা হলে জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত। 

অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চোপচারের পুজো করতে পারেন। মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বেঁধে নিতে পারেন। এমনটা করা হলে জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত। 

5 / 10
বিশ্বাস করা হয়, যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হলে তা যেন বাড়ির সঠিক জায়গায় পোঁতা হয়। তাতে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি। শ্বেত আপাং গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর ঘি মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায়।

বিশ্বাস করা হয়, যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হলে তা যেন বাড়ির সঠিক জায়গায় পোঁতা হয়। তাতে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি। শ্বেত আপাং গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর ঘি মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায়।

6 / 10
জ্যোতিষীর মতে, আপমার্গের মূল জলে ঘষে, বশিকরণের শক্তি পান। তার জন্য এই আগাছা গাছের মূল গোরোচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন।

জ্যোতিষীর মতে, আপমার্গের মূল জলে ঘষে, বশিকরণের শক্তি পান। তার জন্য এই আগাছা গাছের মূল গোরোচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন।

7 / 10
আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনে ম্যাজিকও এনে দেয়। রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা। এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরের উপর দারুণ প্রভাব পড়ে। শরীর ও মন থাকে সুস্থ ও আনন্দে ভরপুর। 

আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনে ম্যাজিকও এনে দেয়। রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা। এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরের উপর দারুণ প্রভাব পড়ে। শরীর ও মন থাকে সুস্থ ও আনন্দে ভরপুর। 

8 / 10
বাড়ির কারও কুদৃষ্টির কোপে পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও ভেঙে গেলে পঞ্চোপচার-সহ আপাং গাছের মূল পুজো করে ডান বাহুতে পরতে পারেন। মনে রাখবেন এক বছরের জন্য বাহুতে রাখলে তা মঙ্গল হতে পারে। 

বাড়ির কারও কুদৃষ্টির কোপে পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও ভেঙে গেলে পঞ্চোপচার-সহ আপাং গাছের মূল পুজো করে ডান বাহুতে পরতে পারেন। মনে রাখবেন এক বছরের জন্য বাহুতে রাখলে তা মঙ্গল হতে পারে। 

9 / 10
চিরেচাটা গাছের মূল যে কোনও শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্ন ও অর্থ লাভ সম্ভব। সারাবছর কখনও অভাব হবে না আপনার। রবি-পুষ্য যোগে আপাং গাছের মূলের পুজো করে, মাটিতে পুঁতে দেবেন। ঘরের সব নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাব।

চিরেচাটা গাছের মূল যে কোনও শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্ন ও অর্থ লাভ সম্ভব। সারাবছর কখনও অভাব হবে না আপনার। রবি-পুষ্য যোগে আপাং গাছের মূলের পুজো করে, মাটিতে পুঁতে দেবেন। ঘরের সব নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাব।

10 / 10
Follow Us:
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
ইরানের পরমাণু চুল্লি টার্গেট এবার! মিসাইল গর্ত করল?
ইরানের পরমাণু চুল্লি টার্গেট এবার! মিসাইল গর্ত করল?