ছোট বয়সেই বিয়ে হয়ে যায় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। বিয়েতে বাড়ির যে খুব মত ছিল তা ঠিক নয়। শ্বশুরবাড়িতেই বড় হয়েছেন তিনি। কেরিয়ারের শুরু থেকে সাফল্য এ সবেরই সাক্ষী ছিল শ্বশুরবাড়ি, সাক্ষী ছিলেন তাঁর স্বামী অতনু হাজরা। তাই বিয়ের জন্মদিনে বিয়ে, শ্বশুরবাড়ি আর স্বামীকে নিয়ে আবেগঘন চিঠি অপরাজিতার। কীভাবে কেটেছে তাঁর এই ২৫টি বছর?
অপরাজিতার কথায়, "যখন পরিবারটিতে এসে ছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম চার জন... আজ আমরা গোটা পরিবার মিলে ১০০ জনের কিছু বেশি।" কীভাবে 'ছোট্ট মেয়ে' দেখতে দেখতে বড় হয়ে গেল সেই কথা বলতে গিয়েই আবেগঘন তিনি। তাঁর চোখে সংসারের হিরো তাঁর শাশুড়ি মা।
বৌমা নন, তাঁর কাছে অপরাজিতা যেন নিজের মেয়ে। অপরাজিতা কী খেলেন, কী তাঁর ভাল লাগল, কী লাগল না-- এ সবেই এখনও কড়া নজর তাঁর। অভিনেত্রীর কথায়, ".... আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা, উনি বলেন লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে..... তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী"।
তাঁর একটাই কথা, "আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..... আমাদের আশীর্বাদ করুন আমরা যেনো সবাই মিলে এমনি হেসে খেলে থাকতে পারি।"
তবে এই মুহূর্তে শহর ছেড়েছেন অভিনেত্রী। এ বারের বিবাহবার্ষিকীতে অপরাজিতা-অতনু হৃষিকেশে। নীলকণ্ঠের পুজো দিতেই সেখানে গিয়েছেন তাঁরা।
২৫ বছর হয়ে গেলেও ভালবাসা হয়নি ফিকে। এখনও তা অটুট, এখনও একই রকম। এভাবেই সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার দুজনের।