Bollywood controversy: সলমন খান ছাড়াও শাহরুখ খান , কঙ্গনা রানাওয়াত সহ আরও তারকারা পেয়েছেন প্রাণনাশের হুমকি, জেনে নিন এই তালিকায় আর কারা রয়েছেন?

Mahuya Dutta |

Jun 07, 2022 | 7:04 AM

Bollywood controversy: সম্প্রতি লরেন্স বিষ্ণোই চিঠি দিয়ে সলমন খানকে হত্যার হুমকি দিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেই এ কথা স্বীকার করেছেন।

1 / 10
ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও  উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।

ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।

2 / 10
গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।

গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।

3 / 10
ডিনার- রাতে সাধারণত অমিতাভ বচ্চন খেয়ে থাকেন শুধুই স্যুপ। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য তিনি তালিকায় রেখে থাকেন পনির ভুজিয়া।

ডিনার- রাতে সাধারণত অমিতাভ বচ্চন খেয়ে থাকেন শুধুই স্যুপ। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য তিনি তালিকায় রেখে থাকেন পনির ভুজিয়া।

4 / 10
অক্ষয় কুমার সম্প্রতি মাদক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করে বিপাকে পড়েছেন। রীতিমতো সোশ্যাল মিডিয়ার পাতায় চেয়েছেন ক্ষমা। এই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

অক্ষয় কুমার সম্প্রতি মাদক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করে বিপাকে পড়েছেন। রীতিমতো সোশ্যাল মিডিয়ার পাতায় চেয়েছেন ক্ষমা। এই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

5 / 10
বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকেও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল। এই হুমকি দিয়েছিলেন রবি পূজারি। গ্যাংস্টার গায়ককে তাঁর লাইভ শোয়ের জন্য কম পারিশ্রমিক নিতে বলেছিলেন। এই ঘটনায় অরিজিৎ থানায় অভিযোগ করেছিলেন।

বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকেও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল। এই হুমকি দিয়েছিলেন রবি পূজারি। গ্যাংস্টার গায়ককে তাঁর লাইভ শোয়ের জন্য কম পারিশ্রমিক নিতে বলেছিলেন। এই ঘটনায় অরিজিৎ থানায় অভিযোগ করেছিলেন।

6 / 10
আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে  খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

7 / 10
বলিউডের আরেক বিখ্যাত গায়ক সোনু নিগম। তাঁকেও নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি আসে গ্যাংস্টার ছোটা শাকিলের তরফ থেকে। এর পরে সোনু নিগম ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে তাঁর বিশ্ব ভ্রমণের ট্রিপ পরিবর্তন করতে বলেছিলেন।

বলিউডের আরেক বিখ্যাত গায়ক সোনু নিগম। তাঁকেও নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকি আসে গ্যাংস্টার ছোটা শাকিলের তরফ থেকে। এর পরে সোনু নিগম ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে তাঁর বিশ্ব ভ্রমণের ট্রিপ পরিবর্তন করতে বলেছিলেন।

8 / 10
করণ জোহর তাঁর বইতে লেখেন আবু সালেম তাঁকে হত্যার হুমকি দিয়েছিল। আবু সালেম তাঁর মা হিরু জোহরকে বলেছিলেন যে শুক্রবার ছবি মুক্তি করলে আমরা তাঁকে মেরে ফেলব।

করণ জোহর তাঁর বইতে লেখেন আবু সালেম তাঁকে হত্যার হুমকি দিয়েছিল। আবু সালেম তাঁর মা হিরু জোহরকে বলেছিলেন যে শুক্রবার ছবি মুক্তি করলে আমরা তাঁকে মেরে ফেলব।

9 / 10
কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের একটি থানায় অভিযোগ জানিয়ে বলেছিলেন, “বাথিন্দার এক ভাই আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। আমি এই সব হুমকিতে ভয় পাই না”৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে কঙ্গনা এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছিলেন।

কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের একটি থানায় অভিযোগ জানিয়ে বলেছিলেন, “বাথিন্দার এক ভাই আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। আমি এই সব হুমকিতে ভয় পাই না”৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে কঙ্গনা এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছিলেন।

10 / 10
চলচ্চিত্র প্রযোজক-পরিচালক রাকেশ রোশনকেও হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাঁর সিনেমা সফল হলে  তিনি যদি বেশি টাকা না দেন তবে তাঁকে হত্যা করা হবে।

চলচ্চিত্র প্রযোজক-পরিচালক রাকেশ রোশনকেও হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাঁর সিনেমা সফল হলে তিনি যদি বেশি টাকা না দেন তবে তাঁকে হত্যা করা হবে।

Next Photo Gallery