Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Gossip: একবিছানায় মালাইকার সঙ্গে ঘুম কেমন? বেডরুমের গোপন রহস্য প্রকাশ্যে আনলেন অর্জুন

Malaika-Arjun: অনেকেই বলেন একটি ছেলের জীবন নষ্ট করছেন মালাইকা আরোরা। তবে তা যে ভুল পদে পদে প্রমাণ করে চলেছেন অর্জুন কাপুর।

| Edited By: | Updated on: Jan 17, 2023 | 7:17 PM
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

1 / 6
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

2 / 6
মালাইকা আরোরা যেমন নিজের ব্যক্তিজীবন নিয়ে একাধিক কথা বলেছেন, ঠিক তেমনই আবার উল্টো ছবিটাও বর্তমান। তাঁর দিকেও আঙুল তুলেছেন অনেকেই। তালিকা থেকে বাদ পড়েনি তাঁর বোনও।

মালাইকা আরোরা যেমন নিজের ব্যক্তিজীবন নিয়ে একাধিক কথা বলেছেন, ঠিক তেমনই আবার উল্টো ছবিটাও বর্তমান। তাঁর দিকেও আঙুল তুলেছেন অনেকেই। তালিকা থেকে বাদ পড়েনি তাঁর বোনও।

3 / 6
তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছেতে এই সম্পর্কে রয়েছেন। ফলে জীবন নষ্ট হওয়ার প্রসঙ্গে তিনি বিন্দুমাত্রই সহমত নন। অন্যদিকে মালাইকাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, অর্জুন স্কুলের বাচ্ছা নন, যে তাঁর জীবন নষ্ট হবে।

তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছেতে এই সম্পর্কে রয়েছেন। ফলে জীবন নষ্ট হওয়ার প্রসঙ্গে তিনি বিন্দুমাত্রই সহমত নন। অন্যদিকে মালাইকাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, অর্জুন স্কুলের বাচ্ছা নন, যে তাঁর জীবন নষ্ট হবে।

4 / 6
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

5 / 6
যার ফলে খুব শান্তিতে ঘুমতে পারেন অর্জুন কাপুর। যেমন ইচ্ছে তেমনভাবে। তাই প্রতিটা সকালেই খুব শান্তিতে ঘুম ভাঙে অর্জুনের।

যার ফলে খুব শান্তিতে ঘুমতে পারেন অর্জুন কাপুর। যেমন ইচ্ছে তেমনভাবে। তাই প্রতিটা সকালেই খুব শান্তিতে ঘুম ভাঙে অর্জুনের।

6 / 6
Follow Us: