EPL 2021-22: মার্টিনের দুরন্ত গোলে জয় আর্সেনালের
প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিকের পর টানা ২ ম্যাচ জয় আর্সেনালের (Arsenal)। বার্নলেকে (Burnley) ১-০ গোলে হারাল গানার্সরা। খেলার ৩০ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)। ম্যাচের সেরা আর্সেনালের গোলকিপার অ্যারন ব়্যামসডেল (Aaron Ramsdale)।
Most Read Stories