AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Athiya Shetty: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে আথিয়া, তাঁরা সাধারণ সাজ দেখে নেটিজ়েনরা অবাক

Athiya-KL Rahul: আথিয়াকে দেখা যায় এক্কেবারে সাধারণ সাজে। তাঁকে আশীর্বাদ করার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তারকা সন্তান।

| Edited By: | Updated on: Jan 29, 2023 | 7:30 AM
Share
বিয়ের পর প্রথমবার জনসমক্ষে এলেন বলিউড স্টার সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। তাঁকে দেখা যায় মুম্বইয়ের একটি স্যালোঁর বাইরে। একেবারে সাধারণ লুকে ছিলেন আথিয়া।

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে এলেন বলিউড স্টার সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। তাঁকে দেখা যায় মুম্বইয়ের একটি স্যালোঁর বাইরে। একেবারে সাধারণ লুকে ছিলেন আথিয়া।

1 / 6
২৩ জানুয়ারি মহারাষ্ট্রের খান্ডালায় বাবার বাংলো বাড়িতে বিয়ে করেন আথিয়া। সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন ১০০ জন।

২৩ জানুয়ারি মহারাষ্ট্রের খান্ডালায় বাবার বাংলো বাড়িতে বিয়ে করেন আথিয়া। সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন ১০০ জন।

2 / 6
আথিয়া বিয়ে করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কেএল রাহুলকে। আথিয়ার মতো তিনিও দক্ষিণ ভারতীয়।

আথিয়া বিয়ে করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কেএল রাহুলকে। আথিয়ার মতো তিনিও দক্ষিণ ভারতীয়।

3 / 6
২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন আথিয়া এবং রাহুল। তাঁদের বিয়ে নিয়ে অনেক জল্পনা হয়েছে পূর্বে।

২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন আথিয়া এবং রাহুল। তাঁদের বিয়ে নিয়ে অনেক জল্পনা হয়েছে পূর্বে।

4 / 6
শেষমেশ ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন আথিয়া-রাহুল। পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বিয়ে করেছেন তাঁরা।

শেষমেশ ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন আথিয়া-রাহুল। পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বিয়ে করেছেন তাঁরা।

5 / 6
আথিয়া-রাহুলের বিয়েতে দারুণ খুশি দুই পরিবার। কেএল রাহুলকে জামাই হিসেবে দারুণ পছন্দ সুনীল শেট্টির। তিনি বলেছেন, "শ্বশুরমশাই নয়, আমি ওর বাবা হয়ে থাকতে চাই।"

আথিয়া-রাহুলের বিয়েতে দারুণ খুশি দুই পরিবার। কেএল রাহুলকে জামাই হিসেবে দারুণ পছন্দ সুনীল শেট্টির। তিনি বলেছেন, "শ্বশুরমশাই নয়, আমি ওর বাবা হয়ে থাকতে চাই।"

6 / 6