Copa del Rey: মুনিয়াইনের জোড়া গোল, কোপা থেকে বিদায় বার্সার
অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রে (Copa del Rey) থেকে বিদায় নিল জাভির বার্সেলোনা (Barcelona)। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও ২০ মিনিটের মাথায় কাতালান ক্লাবকে সমতায় ফেরান ফেরান তোরেস। বার্সার জার্সিতে এটাই তোরেসের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে দুই দলের হয়ে দুটি গোল করেন মার্তিনেজ (বিলবাও ৮৬ মিনিট) ও পেদ্রি (বার্সা ৯০+৩ মিনিট)। ড্র হতে চলা ম্যাচের শেষের দিকে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে অঘটন ঘটান বিলবাওয়ের মুনিয়াইন। যার জেরে কোপা দেল রে-র শেষ ১৬ থেকে ছিটকে গেল বার্সেলোনা।