Copa del Rey: মুনিয়াইনের জোড়া গোল, কোপা থেকে বিদায় বার্সার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2022 | 4:39 PM

অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রে (Copa del Rey) থেকে বিদায় নিল জাভির বার্সেলোনা (Barcelona)। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও ২০ মিনিটের মাথায় কাতালান ক্লাবকে সমতায় ফেরান ফেরান তোরেস। বার্সার জার্সিতে এটাই তোরেসের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে দুই দলের হয়ে দুটি গোল করেন মার্তিনেজ (বিলবাও ৮৬ মিনিট) ও পেদ্রি (বার্সা ৯০+৩ মিনিট)। ড্র হতে চলা ম্যাচের শেষের দিকে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে অঘটন ঘটান বিলবাওয়ের মুনিয়াইন। যার জেরে কোপা দেল রে-র শেষ ১৬ থেকে ছিটকে গেল বার্সেলোনা।

1 / 5
ম্যাচের বয়স যখন মাত্র ২ মিনিট উইলিয়ামসের পাস থেকে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে প্রথম গোল করেন ইকের মুনিয়াইন (Iker Muniain)। ম্যাচের অতিরিক্ত সময়েও অঘটন ঘটান এই মুনিয়াইনই। (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র ২ মিনিট উইলিয়ামসের পাস থেকে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে প্রথম গোল করেন ইকের মুনিয়াইন (Iker Muniain)। ম্যাচের অতিরিক্ত সময়েও অঘটন ঘটান এই মুনিয়াইনই। (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

2 / 5
ম্যাচের ২০ মিনিটে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস (Ferran Torres)। এটিই বার্সার হয়ে তাঁর প্রথম গোল। (ছবি-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ২০ মিনিটে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস (Ferran Torres)। এটিই বার্সার হয়ে তাঁর প্রথম গোল। (ছবি-বার্সেলোনা টুইটার)

3 / 5
৮৬ মিনিটের মাথায় বিলবাওকে ফের এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ (Inigo Martinez)। (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

৮৬ মিনিটের মাথায় বিলবাওকে ফের এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ (Inigo Martinez)। (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

4 / 5
দানি আলভেসের পাস থেকে ৯৩ মিনিটে বার্সাকে সমতায় ফেরান পেদ্রি গঞ্জালেজ (Pedri Gonzalez)।(ছবি-বার্সেলোনা টুইটার)

দানি আলভেসের পাস থেকে ৯৩ মিনিটে বার্সাকে সমতায় ফেরান পেদ্রি গঞ্জালেজ (Pedri Gonzalez)।(ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 5
অতিরিক্ত সময়ে মুনিয়াইনের গোলে বার্সাকে হারিয়ে শেষ ১৬-তে পৌঁছে গেল বিলবাও।  (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

অতিরিক্ত সময়ে মুনিয়াইনের গোলে বার্সাকে হারিয়ে শেষ ১৬-তে পৌঁছে গেল বিলবাও। (ছবি-অ্যাথলেটিক বিলবাও টুইটার)

Next Photo Gallery