Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jahanara Alam: কেউ আগ্রহ দেখাল না, নিলামে অবিক্রিত বাংলাদেশের সুন্দরী ক্রিকেটার

WPL 2023 Auction: ৫৯.৫ কোটি টাকায় ৮৭ জন খেলোয়াড় কেনাবেচা হয়েছে প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে। নিলামে উৎসাহ ভরে নাম নথিভুক্ত করিয়েছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। কী জুটল তাঁদের ভাগ্যে?

| Edited By: | Updated on: Feb 14, 2023 | 1:42 AM
উইমেন্স প্রিমিয়র লিগে ঝড় তোলার আশায় ছিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ক্রিকেটার জাহানারা আলম। ওপার বাংলার প্রাক্তন অধিনায়ক জাহানারার বেস প্রাইস ছিল কমের দিকেই। মাত্র ৩০ লাখ। তবুও এই তারকা পেসারকে নিয়ে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। (ছবি:ইনস্টাগ্রাম)

উইমেন্স প্রিমিয়র লিগে ঝড় তোলার আশায় ছিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ক্রিকেটার জাহানারা আলম। ওপার বাংলার প্রাক্তন অধিনায়ক জাহানারার বেস প্রাইস ছিল কমের দিকেই। মাত্র ৩০ লাখ। তবুও এই তারকা পেসারকে নিয়ে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 9
বাংলাদেশ থেকে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতু মণি ও সোবহানা মুশতারি নাম নথিভুক্ত করিয়েছিলেন। যার মধ্যে সালমা ও রুমানার বেস প্রাইস ছিল সবচেয়ে বেশি ৪০ লাখ টাকা।(ছবি:ইনস্টাগ্রাম)

বাংলাদেশ থেকে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতু মণি ও সোবহানা মুশতারি নাম নথিভুক্ত করিয়েছিলেন। যার মধ্যে সালমা ও রুমানার বেস প্রাইস ছিল সবচেয়ে বেশি ৪০ লাখ টাকা।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 9
পুরোদস্তুর আইপিএল শুরু আগে 'উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ' নামে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করত বিসিসিআই। টুর্নামেন্টের দুটি সংস্করণে খেলেছেন জাহানারা। স্বাভাবিকভাবেই মেয়েদের উদ্বোধনী আইপিএলে খেলার বিষয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

পুরোদস্তুর আইপিএল শুরু আগে 'উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ' নামে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করত বিসিসিআই। টুর্নামেন্টের দুটি সংস্করণে খেলেছেন জাহানারা। স্বাভাবিকভাবেই মেয়েদের উদ্বোধনী আইপিএলে খেলার বিষয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 9
 কিন্তু ভাবলেই তো হয় না। বাংলাদেশের সুন্দরী জাহানারাকে নিয়ে আগ্রহ দেখাল না উইমেন্স প্রিমিয়র লিগের পাঁচটি দলের একটিও। মেয়েদের প্রথম আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

কিন্তু ভাবলেই তো হয় না। বাংলাদেশের সুন্দরী জাহানারাকে নিয়ে আগ্রহ দেখাল না উইমেন্স প্রিমিয়র লিগের পাঁচটি দলের একটিও। মেয়েদের প্রথম আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 9
 বাংলাদেশের ৯ জন ক্রিকেটার আগ্রহ দেখালেও নিলামের টেবিলে ওঠে মাত্র তিনজনের নাম। জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের নাম। (ছবি:ইনস্টাগ্রাম)

বাংলাদেশের ৯ জন ক্রিকেটার আগ্রহ দেখালেও নিলামের টেবিলে ওঠে মাত্র তিনজনের নাম। জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের নাম। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 9
নিলামের প্রথম দশ সেটে নাম ওঠেনি বাংলাদেশের কোনও ক্রিকেটারের। (ছবি:ইনস্টাগ্রাম)

নিলামের প্রথম দশ সেটে নাম ওঠেনি বাংলাদেশের কোনও ক্রিকেটারের। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 9
জাহানারা, সালমা ও স্বর্ণার মধ্যে কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। (ছবি:ইনস্টাগ্রাম)

জাহানারা, সালমা ও স্বর্ণার মধ্যে কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলি। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 9
মেয়েদের আইপিএলে দল না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ জাহানারা, সালমারা। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে এ বারের মতো দেখা যাবে না বাংলাদেশি ক্রিকেটারদের। (ছবি:ইনস্টাগ্রাম)

মেয়েদের আইপিএলে দল না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ জাহানারা, সালমারা। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে এ বারের মতো দেখা যাবে না বাংলাদেশি ক্রিকেটারদের। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 9
কিছুদিন আগে কালা চশমা গানে নেচে শিরোনামে এসেছিলেন জাহানারা। ওডিআই, টি-২০ ফরম্যাটে যথাক্রমে ৪৬ ও ৫৭টি উইকেট রয়েছে জাহানারার। (ছবি:ইনস্টাগ্রাম)

কিছুদিন আগে কালা চশমা গানে নেচে শিরোনামে এসেছিলেন জাহানারা। ওডিআই, টি-২০ ফরম্যাটে যথাক্রমে ৪৬ ও ৫৭টি উইকেট রয়েছে জাহানারার। (ছবি:ইনস্টাগ্রাম)

9 / 9
Follow Us: