হু হু করে কুণ্ডলীকৃত কালো ধোঁয়ার মতো যেন ভেসে আসছে কিছু! মুহূর্তে মধ্যে গুড়িয়ে দিয়ে গেল সব কিছু। মাত্র এক মিনিটেই সব শেষ! সোমবার মাঝ রাতে ভয়ঙ্করতম ঘটনার সাক্ষী থাকলেন বসিরহাটের হাড়োয়ার তালবেড়িয়া গ্রামের বাসিন্দারা।
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে ঘটনা। এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি। ভেঙে গুড়িয়ে পড়ে বিদ্যুতের খুঁটি।
গ্রামবাসীরা তখন প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন। হু হু করে শব্দ শুনেই জেগে ওঠেন কয়েকজন। কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ।
অনেকের বাড়ির ছাদ উড়ে গিয়েছে। গাছ নুইয়ে পড়েছে। বেড়ার দরমার বাড়িও ভেঙে পড়েছে অনেকের।
অনেক বাড়ির টালির চাল ও টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র পড়ছে। অন্যদিকে গাছ উপড়ে রাস্তার উপরে পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না ও পুলিশ আধিকারিকরা। এখনও ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা যায়নি। প্রশাসনের তরফে বলা হয়েছে, এক মিনিটের টর্নেডোয় গ্রামের ক্ষতি হয়েছে।