Bangla News » Photo gallery » Bayern Munich secured a 10th consecutive Bundesliga title by easing to victory over second placed Borussia Dortmund
Bundesliga: টানা ১০ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Apr 24, 2022 | 5:18 PM
জার্মান ফুটবল লিগে সেরার সেরা বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এই নিয়ে টানা ১০ বার বুন্দেশলিগা (Bundesliga) চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বরুসিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়ে গেলেন রবার্ট লেওয়ানডস্কিরা।
Apr 24, 2022 | 5:18 PM
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বরুসিয়া ডর্টমুন্ডকে (Borussia Dortmund) ৩-১ গোলে হারিয়ে এ বারের বুন্দেশলিগা (Bundesliga) চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ।
1 / 5
চলতি বুন্দেশলিগায় দুরন্ত ছন্দে ছিল বায়ার্ন। এই নিয়ে টানা ১০ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ।
2 / 5
বরুসিয়ার বিরুদ্ধে বায়ার্নের হয়ে তিনটি গোল করেছেন সার্জ গেনার্বি (১৫ মিনিটে), রবার্ট লেওয়ানডস্কি (৩৪ মিনিট) ও জামাল মুসিয়ালা (৮৩ মিনিট)।
3 / 5
বরুসিয়ার হয়ে পেনাল্টি থেকে ৫২ মিনিটে একমাত্র গোলটি করেন এমরি ক্যান।
4 / 5
এ বারের বুন্দেশলিগায় ৩১টি ম্যাচ খেলে মোট ২৪টিতে জিতেছে বায়ার্ন। তিন ম্যাচ বাকি থাকতেই এই জয় পেল বায়ার্ন। ফলে বাকি তিন ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে নিলেই বায়ার্ন গত মরশুমে করা ৭৮ পয়েন্টকে টপকে যাবে। এ বারের মাত্র চারটি ম্যা হেরেছে বায়ার্ন এবং তিনটি ম্যাচে ড্র করেছিল।