Mouni Roy: ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজ়ন ৩-এ কী করছে জুনুন? সেখানেও কি লুকিয়ে আছে ‘ব্রহ্মাস্ত্র’র অংশ?

Dance Dance Junior 3: 'ডান্স ডান্স জুনিয়র' রিয়্যালিটি শোয়ের তৃতীয় সিজ়নে অতিথি হয়ে এসেছিলেন মৌনী রায়।

| Edited By: | Updated on: Sep 14, 2022 | 10:15 PM
সারা বিশ্বের দর্শক এখন প্রেক্ষাগৃহে দেখছেন তাঁর পারফরম্যান্স। কারণ, কেবল ভারতে নয়। বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' এবং সেই ছবিতে দুঁদে ভিলেন একজনই। জুনুন। এবং পর্দার সেই জুনুন আর কেউ নন, আমাদের বাংলার মেয়ে মৌনী রায়।

সারা বিশ্বের দর্শক এখন প্রেক্ষাগৃহে দেখছেন তাঁর পারফরম্যান্স। কারণ, কেবল ভারতে নয়। বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' এবং সেই ছবিতে দুঁদে ভিলেন একজনই। জুনুন। এবং পর্দার সেই জুনুন আর কেউ নন, আমাদের বাংলার মেয়ে মৌনী রায়।

1 / 6
সমালোচকরা বলছেন, এই মৌনীকে দেখে কেউই নাকি মৌন থাকতে পারবেন না। তিনি দুর্ধর্ষ অভিনয় করেছেন 'ব্রহ্মাস্ত্র'-এ। একেবারে কেরিয়ার ঘুরিয়ে দিয়েছেন নিজের। তিনি লাজবাব।

সমালোচকরা বলছেন, এই মৌনীকে দেখে কেউই নাকি মৌন থাকতে পারবেন না। তিনি দুর্ধর্ষ অভিনয় করেছেন 'ব্রহ্মাস্ত্র'-এ। একেবারে কেরিয়ার ঘুরিয়ে দিয়েছেন নিজের। তিনি লাজবাব।

2 / 6
কিছুদিন আগেই ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ মাতাতে এসেছিলেন মৌনী। জুনুনের কালো পোশাক ছেড়ে একেবারে শুভ্র বসনা হয়ে 'ওড়নি' গানের নাচের তালে পা মেলালেন অভিনেত্রী।

কিছুদিন আগেই ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ মাতাতে এসেছিলেন মৌনী। জুনুনের কালো পোশাক ছেড়ে একেবারে শুভ্র বসনা হয়ে 'ওড়নি' গানের নাচের তালে পা মেলালেন অভিনেত্রী।

3 / 6
তাঁকে দেখে সকলেই ফের মুগ্ধ। ডান্স ডান্স জুনিয়রের দেব, রুক্মিণী, মনামী ও অন্যান্য মেন্টরদের দেখে কেমন অভিজ্ঞতা হল মৌনীর? কেমনই বা লাগল তাঁর বাচ্চাদের পারফরম্যান্স? শেয়ার করেছেন সেই কথাই।

তাঁকে দেখে সকলেই ফের মুগ্ধ। ডান্স ডান্স জুনিয়রের দেব, রুক্মিণী, মনামী ও অন্যান্য মেন্টরদের দেখে কেমন অভিজ্ঞতা হল মৌনীর? কেমনই বা লাগল তাঁর বাচ্চাদের পারফরম্যান্স? শেয়ার করেছেন সেই কথাই।

4 / 6
মৌনী বলেছেন, "আমি আজ ডান্স ডান্স জুনিয়র ৩-এর সেটে এসেছি। খুব ভাল এক্সপিরিয়েন্স হয়েছে আমার। বিচারক, মেন্টর, বিশেষ করে বাচ্চাদের আমার দারুণ ভাল লেগেছে। শোয়ের এনার্জি আমার দারুণ লেগেছে। মনেই হল না প্রথমবার আমার সকলের সঙ্গে দেখা হল।

মৌনী বলেছেন, "আমি আজ ডান্স ডান্স জুনিয়র ৩-এর সেটে এসেছি। খুব ভাল এক্সপিরিয়েন্স হয়েছে আমার। বিচারক, মেন্টর, বিশেষ করে বাচ্চাদের আমার দারুণ ভাল লেগেছে। শোয়ের এনার্জি আমার দারুণ লেগেছে। মনেই হল না প্রথমবার আমার সকলের সঙ্গে দেখা হল।

5 / 6
মৌনী আরও বলেছেন, "দুটো এপিসোডের অংশ ছিলাম আমি। প্রত্যেক বাচ্চাই দুর্দান্ত পারফর্ম করেছে। কারও পারফরম্যান্স খারাপ ছিল না। সেটা দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছি।"

মৌনী আরও বলেছেন, "দুটো এপিসোডের অংশ ছিলাম আমি। প্রত্যেক বাচ্চাই দুর্দান্ত পারফর্ম করেছে। কারও পারফরম্যান্স খারাপ ছিল না। সেটা দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছি।"

6 / 6
Follow Us: