Smartphones Under 20K: বাজেট 20,000 টাকার কম? আপনার জন্য সেরা 6 স্মার্টফোনের সন্ধান

Best 6 Smartphones: একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি 20,000 টাকার কম, তাহলে আপনার জন্য সেরা 6টি স্মার্টফোনের খোঁজ দেওয়া হল।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 8:00 AM
Realme 9 Pro 5G: Realme-র এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই দাম 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ-সহ মডেলের জন্য রাখা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর দিয়েছে কোম্পানি। ক্যামেরার কথা বলতে গেলে, এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ 64 মেগাপিক্সেলের প্রধান ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে আপনি 5,000 mAh-র ব্যাটারি পাবেন।

Realme 9 Pro 5G: Realme-র এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই দাম 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ-সহ মডেলের জন্য রাখা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসর দিয়েছে কোম্পানি। ক্যামেরার কথা বলতে গেলে, এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ 64 মেগাপিক্সেলের প্রধান ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে আপনি 5,000 mAh-র ব্যাটারি পাবেন।

1 / 6
Realme 10 Pro 5G : রিয়েলমির এই ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস (2800 x 1080 পিক্সেল) LCD ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে এড্রনো এ619 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে।  Realme 10 Pro 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 108 মেগাপিক্সেল প্রাইমারি ও 2মেগাপিক্সেল সেকেন্ডারি। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

Realme 10 Pro 5G : রিয়েলমির এই ফোনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস (2800 x 1080 পিক্সেল) LCD ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে এড্রনো এ619 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। Realme 10 Pro 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 108 মেগাপিক্সেল প্রাইমারি ও 2মেগাপিক্সেল সেকেন্ডারি। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

2 / 6
OnePlus Nord CE 2 Lite 5G: ফোনের দাম 19,945 টাকা। এই দাম এর 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি 6.56 ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর ট্রিপল ক্যামেরায় একটি 64 MP প্রধান ব্যাক ক্যামেরা রয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর পাবেন।

OnePlus Nord CE 2 Lite 5G: ফোনের দাম 19,945 টাকা। এই দাম এর 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি 6.56 ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর ট্রিপল ক্যামেরায় একটি 64 MP প্রধান ব্যাক ক্যামেরা রয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর পাবেন।

3 / 6
Samsung Galaxy M33 5G: এই ফোনের দাম রাখা হয়েছে 16,780 টাকা। এই দাম এর 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি 6.59 ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি এই ফোনে Exynos 1280 প্রসেসর দিয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ও 6,000 mAh-র  ব্যাটারি।

Samsung Galaxy M33 5G: এই ফোনের দাম রাখা হয়েছে 16,780 টাকা। এই দাম এর 6 GB RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে। এতে একটি 6.59 ইঞ্চি স্ক্রিন রয়েছে। কোম্পানি এই ফোনে Exynos 1280 প্রসেসর দিয়েছে। এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ও 6,000 mAh-র ব্যাটারি।

4 / 6
Vivo T1 5G: এই ফোনে আছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস ইন-সেল ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি 4 GB পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Vivo T1 5G: এই ফোনে আছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস ইন-সেল ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি 4 GB পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

5 / 6
Xiaomi Redmi Note 11 Pro: Xiaomi-র এই ফোনের 6GB RAM ছাড়াও রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম 19,900 টাকা। এতে একটি 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এ ছাড়াও এতে পাবেন 5,000 mAh ব্যাটারি।

Xiaomi Redmi Note 11 Pro: Xiaomi-র এই ফোনের 6GB RAM ছাড়াও রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম 19,900 টাকা। এতে একটি 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। ফোনে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এ ছাড়াও এতে পাবেন 5,000 mAh ব্যাটারি।

6 / 6
Follow Us: